Kolkata League ART

গোল লাইন প্রযুক্তি এবার সুপার সিক্সে

খেলা

বিশ্ব ফুটবলে পরিচিতি পাওয়ার প্রায় ১০ বছর পর ভারতীয় ফুটবলে দেখা মিলবে গোল লাইন টেকনোলজির । 

এমন সিদ্ধান্তের কথাই জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ফুটবলে রেফারিংয়ের মানে উন্নতির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে আইএফএএ।

 যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রযুক্তি আনতে চলেছে IFA। এই প্রযুক্তির নাম অ্যডভান্সড রেফারিং টেকনোলজি ( ART )। 

আসন্ন কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচেই প্রথম ব্যবহার করা হবে এই এআরটি। এই প্রযুক্তির ফলে পেনাল্টি, গোল ও অফসাইডের ক্ষেত্রে নির্ভুল সিদ্ধান্তে নেওয়ার সম্ভাবনা বাড়বে।

Comments :0

Login to leave a comment