পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি) এর অন্যতম মোস্ট ওয়ান্টেড নেতা মুফতি কায়সার ফারুক করাচিতে "অজ্ঞাত ব্যক্তিদের" দ্বারা গুলিতে নিহত। কায়সার ফারুক এলইটি-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ সহযোগী। পাকিস্তানের ডন সংবাদপত্র জানিয়েছে যে শনিবার সামানাবাদ এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে ৩০ বছর বয়সী কায়সার ফারুককে গুলি করা হয়। পিঠে গুলিবিদ্ধ ফারুককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফারুক হত্যার দাবি করা সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
pakistan
পাকিস্তানে আততায়ীয়ের হমলায় নিহত হাফিজ সৈয়দের সহযোগী
×
Comments :0