UTSAVE ANUVABE — POETRY — Dr LAHARI BARAL CHAKRABORTY — SHUOPOKA — NATUNPATA — 29 SEPTEMBER 2025, 3rd YEAR

উৎসবে অনুভবে — কবিতা — ডা লহরী বড়াল চক্রবর্তী — শুয়োপোকা — নতুনপাতা — ২৯ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

UTSAVE ANUVABE  POETRY  Dr LAHARI BARAL CHAKRABORTY  SHUOPOKA  NATUNPATA  29 SEPTEMBER 2025 3rd YEAR

উৎসবে অনুভবে  

কবিতা

শুয়োপোকা

ডা লহরী বড়াল চক্রবর্তী

নতুনপাতা  

২৯ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩ 

শুয়োপোকার পাগুলো সব
চল্লিশ হাজার হবে
একসঙ্গে চলছে বোধহয়
চল্লিশ হাজার শব্দে।
সিঁড়ি বেয়ে ওঠে যখন 
সেনা মার্চ করে
প্যারেড করছে নিয়ম মতে
মচমচ জুতোর শব্দে।
তাই দেখে খোকনসোনা
হাততালি দেয় জোরে
হাসছে কতই খিলখিলিয়ে
আনন্দ যা তোরা দেখে।

Comments :0

Login to leave a comment