সন্তোষ ট্রফির শেষ আটের ম্যাচে জয় বাংলার। কোয়ার্টার ফাইনালে ওড়িশাকে হারায় বাংলা দল। ৩ -০ গোলে জয় সঞ্জয় সেনের দলের। ২৫ মিনিটে রাকেশের গোল শোধ দেন নরহরি শ্রেষ্ঠা প্রথমার্ধের সংযুক্ত সময়ে। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রবি হাঁসদা। এই প্রতিযোগিতায় দারুণ ফর্মে রয়েছেন এই বঙ্গতনয় । ম্যাচের শেষের দিকে মনোতোষ মাঝির গোলে ওড়িশার কফিনে শেষ পেরেক পুঁতে দেয় বাংলা । এই নিয়ে মোট ৫২ বার সন্তোষের সেমিফাইনালে উঠল বাংলা দল। কোচ সঞ্জয় সেনের হাত ধরেই ফের একবার সোনালী অধ্যায় রচনা করতে চায় বাংলা ।
Bengal defeats Odisha by 3-0
ওড়িশাকে হারিয়ে সেমিতে বাংলা
×
Comments :0