SONAM WANGCHUK BRINDA KARAT

অনশনরত ওয়াঙচুকের কাছে বৃন্দা কারাত

জাতীয়

দিল্লিতে সোনম ওয়াঙচুকের সঙ্গে কথা বলছেন বৃন্দা কারাত।

কেন্দ্রের শাসন নয়, লাদাখকে সংবিধানের ৬ষ্ঠ তফসিলের আওতায় আনতে হবে। এই দাবিতেই দিল্লিতে অনশনে বসেছেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াঙচুক। সোমবার তাঁর সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত।
ওয়াঙচুক এবং তাঁর সহযোগীরা পায়ে হেঁটে এসেছেন দিল্লিতে। কিন্তু দিল্লি পুলিশ আটকে দেয় তাঁদের। তখনও প্রতিবাদ জানিয়েছিল সিপিআই(এম)।
জম্মু ও কাশ্মীরের সঙ্গে লাদাখেও জারি করা হয় কেন্দ্রীয় শাসন। জম্মু ও কাশ্মীরকে ভেঙে যে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয় ২০১৯’র ৫ আগস্ট, তার একটি লাদাখ। কেন্দ্রীয় শাসনে গণতন্ত্রের ওপর আক্রমণের পাশাপাশি লাদাখের পরিবেশে গুরুতর ক্ষতির অভিযোগে চলছে আন্দোলন।  
প্রতিবাদী সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করার সময় কারাতের সঙ্গে ছিলেন সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাসও। এদিন এসএফআই, ডিওয়াইএফআই কর্মীরা। ছিলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ, আমন সাইনি প্রমুখ।

Comments :0

Login to leave a comment