একদিকে চলছে ত্রাণ সংগ্রহের কাজ। আরেকদিকে বামপন্থী কর্মীরা দুর্যোগ পীড়িত মানুষকে সহায়তা করছেন হারিয়ে যাওয়া নথি সংক্রান্ত অভিযোগ জানাতেও। বিপর্যয়ে বহু ঘরবাড়ি ধ্বস্ত হয়েছে। নষ্ট হয়ে গিয়েছে বহু নথি। আবার কোথাও বামপন্থী কর্মীরা সাধ্য মতো পৌঁছে দিচ্ছেন ত্রাণ।
রবিবার উত্তরবঙ্গে প্রবল বর্ষণে বিপর্যয়ের পর থেকেই পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বামপন্থী কর্মীরা। কিছু জায়গায় রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন রেড ভলান্টিয়াররা। বিপন্ন মানুষের কাছে বিভিন্ন জায়গায় পৌঁছেছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। মঙ্গলবারও সকাল থেকে জারি রয়েছে পাশে দাঁড়ানোর এই প্রয়াস।
প্রবল বন্যা এবং ধসে আক্রান্তদের পাশে থাকতে মঙ্গলবার শিলিগুড়িতে চলেছে অর্থসংগ্রহ। মঙ্গলবার দার্জিলিঙ জেলা জুড়েই অর্থ সংগ্রহের ডাক দিয়েছে সিপিআই(এম)। বস্তুত উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ত্রাণ সংগ্রহের কাজে নেমেছেন সিপিআই(এম) কর্মীরা।
প্রবল বর্ষণ, বন্যা এবং ধসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা অন্তত ৩৬। গুরুতর পরিস্থিতিতে সোমবারই ত্রাণে ঝাঁপানোর আহ্বান জানান সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বামফ্রন্টের সভাপতি বিমান বসু।
এদিন শিলিগুড়িতে অর্থ সংগ্রহে অংশ নেন প্রবীণ সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য এবং জীবেশ সরকার। ছিলেন দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, গৌতম ঘোষ, নুরুল ইসলাম, দিলীপ সিং, জয় চক্রবর্তী, ময়ূখ বিশ্বাস সহ পার্টি নেতৃবৃন্দ। ত্রাণ সংগ্রহের ডাকে সাড়া দিয়েছেন বাসিন্দারা। এগিয়ে এসেছেন সহায়তা নিয়ে।
বন্যায় যে সকল মানুষ নিজেদের প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে ফেলেছেন, এসএফআই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে তাঁদের ‘মিসিং ডায়েরি’ লিখে দিয়ে পাশে দাঁড়াচ্ছেন কর্মীরা।
আবার কোচবিহারে মাথাভাঙা মহকুমার জোরশীমুলি আমবাড়ি বন্যা দুর্গত এলাকায় মানুষের খোঁজ খবর নিতে ছাত্র-যুব ফ্রন্টের রাজ্য নেতৃত্ব সহ জেলা নেতৃবৃন্দ। সিপিআই(এম) জানিয়েছে, বহু মানুষের হাহাকার সত্ত্বেও সরকারি সহায়তা এখনও মেলেনি এই এলাকায়।
সোমবারই সিপিআই(এম) দার্জিলিং জেলার একটি প্রতিনিধি দল মিরিকের ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে গ্রামে গ্রামে ঘুরে কথা বলে। এই প্রতিনিধি দলে ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শচীন খাতি সহ নেতৃবৃন্দ। তাঁরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন, ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সোমবারই মিরিকে বিপর্যস্ত এলাকায় যান জীবেশ সরকার, ময়ূখ বিশ্বাস, গৌতম ঘোষ সহ নেতৃবৃন্দ।
সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় এবং সম্পাদকমণ্ডলীর সদস্যরা পৌঁছেছেন আর্ত মানুষের কাছে।
Relief CPI-M
চলছে ত্রাণ সংগ্রহ, ‘মিসিং ডায়েরি’ লিখতেও সহায়তা বামপন্থী কর্মীদের

×
Comments :0