সুদীপ্ত বসু: ভাঙড়
দোলাচল সাময়িক, দীর্ঘস্থায়ী নয়। ভাঙড় তার চেনা রঙে, চেনা পথেই হাঁটলো আরও একবার।
সেই পথ দীর্ঘ নয়। মাত্র তিন কিমি। কিন্তু শাসকের যাবতীয় হুমকি মাড়িয়ে লাল পতাকায় সেজে ওঠা, স্লোগানে, আবেগে ভেসে যাওয়া ভাঙড়ের মিছিল জানান দিলো- লক্ষ্য যদি তৃণমূল-বিজেপিকে ঠেকানো হয়, তবে বহু পরীক্ষায় বারে বারে উত্তীর্ণ হওয়া এই মাটি জানকবুল লড়াইয়ে প্রস্তুত। কোন ধোঁয়াশা, দোলাচল এই তীব্র আকাঙ্খার পথে বাধা হতে পারবে না। এখানে বিজেপি মাটি খুঁজে পাবে না, শাসক তৃণমূল পুলিশ দিয়েও অক্সিজেন পাবে না।
যাদবপুরের বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্যর সমর্থনে মহামিছিল- ঘটকপুকুর থেকে ভাঙড়-২ নম্বর ব্লকে কাঁঠালিয়া। কলকাতা থেকে মাত্র ২৫ কিমি দূরে এই কাঁঠালিয়া গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সাক্ষী থেকেছিল তৃণমূলের বর্বরতার। ভোট লুটের পরে গণনাকেন্দ্র লুট করতে গুলি করে খুন করা হয়েছিল তিন যুবককে। আক্রান্ত হয়েছিলেন সিপিআই(এম)র পাশাপাশি আইএসএফ কর্মীরাও।
সেই কাঁঠালিয়া মোড়েই যখন মিছিল শেষে এদিন সন্ধ্যায় সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যাদবপুরের বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্য এসে উপস্থিত হলেন, মাইক হাতে বক্তব্য রাখতে শুরু করলেন, তখনই কাঁঠালিয়া, ভগবানপুর অঞ্চল থেকে আসা বেশ কয়েকজন যুবক নিজেরাই আইএসএফ সমর্থক বলে পরিচয় দিয়ে বললেন-‘‘ভাঙড়ে আমরা একসঙ্গে ছিলাম বলেই আরাবুল বাহিনী পিছু হটেছিল। আমরা অনেক রাত জেগে কাটিয়েছি, ঘরছাড়া হয়েছি। আমরা দুর্বল হলে সওকত বাহিনীরই লাভ। ভাঙড়ের মানুষ হিসাবেই আমরা চাই সম্ভবনা যার বেশি সেই সৃজন ভট্টাচার্যই জিতুক, তৃণমূল হারুক, বিজেপি হারুক।’’
মঞ্চে তখন মহম্মদ সেলিমের আবেদন- ‘‘আমি, আমরা এখনও মনে করে বিজেপি-তৃণমূল বিরোধী সব শক্তিকে এই বাংলায় এক জায়গায় নিয়ে আসা সময়ের ডাক, ঐতিহাসিক কর্তব্য। আমরা তা পালন করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি আইএসএফ-র সঙ্গে এটা সাময়িক বিচ্ছেদ মাত্র। নিজেদের মধ্যে কোন মনোমালিন্য, ঝগড়ার জায়গা নেই। আমাদের সবার লক্ষ্য দেশ থেকে বিজেপিকে হটানো, এরাজ্যে তৃণমূলকে পরাস্ত করা। ভাঙড়ের মানুষকে তৃণমূল চেনাতে হবে না। বিজেপি এখানে দাঁড়ানোর মাটি পর্যন্ত পায়নি। ফলে ভাঙড়ের মানুষকে তার সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে নিতে হবে। “ সভাপতিত্ব করেন পার্টিনেতা রশিদ গাজি। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ। মিছিলে ছিলেন কানাই দেব সহ পার্টি নেতৃত্ব। ছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী।
BHANGOR RALLY
ভাঙড় তার চেনা রঙে, চেনা পথেই
×
Comments :0