MODI VIVEKANANDA YECHURY

বিবেকানন্দ কী বলেছিলেন জানেন তো! মন্তব্য ইয়েচুরির

জাতীয়

এমন অজস্র ছবিতে চলছে প্রচার।

‘ধ্যান’ করছেন বিবেকানন্দ রকে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে কী বলেছিলেন জানা আছে তো!’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহু প্রচারিত ‘ধ্যান’ প্রসঙ্গে শুক্রবার এই মন্তব্য করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিবেকানন্দের বক্তৃতার একটি অংশ উল্লেখও করেছেন ইয়েচুরি।
১৮৯৩’র শিকাগো ধর্ম সম্মেলনে বিবেকানন্দের বলেছিলেন, ‘‘যারা অন্য সব ধর্মকে ধ্বংস করে কেবল নিজের ধর্মকে টিকিয়ে রাখার স্বপ্ন দেখে, তাদের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে করুণা জানাচ্ছি। তাদের বলতে চাই, বিরোধ সত্ত্বেও, প্রতিটি ধর্মের আলোচনায় এটিই কথা যে ধ্বংস নয় আত্মীকরণই হলো মূল। বিরোধ নয়, মূল কথা হলো শান্তি এবং সম্প্রীতি।’’ 
এবারের লোকসভা ভোট ১ জুন। প্রচার শেষ করার পরই বিবেকানন্দ রক-এ বসেছেন মোদী। তার আগে দেশের সর্বত্র মুসলিমদের নাম করে ছড়িয়েছেন বিদ্বেষ। ‘মুঘল’, ‘মুসলিম’, ‘মঙ্গলসূত্র’, ‘মুজরা’ শব্দবন্ধেই লোকসভা ২৪’র প্রচারকে সাজিয়েছেন মোদী। বক্তৃতার বহু অংশ উল্লেখ করে বিরোধীরা দেখিয়েছেন, মুসলিমদের সংরক্ষণের নামে অর্ধসত্য এবং অসত্য প্রচার করছেন প্রধানমন্ত্রী। কোনও প্রধানমন্ত্রীকে অতীতে এমন নিচুস্তরের ভাষণ দিতে শোনা যায়নি, জানিয়েছে পর্যবেক্ষক মহল। কিন্তু নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। অতীতে কোনও কমিশন কোনও প্রধানমন্ত্রীর এমন অনুগত হয়ে কাজ করেনি, বলছে বিভিন্ন অংশই। 
কিন্তু প্রচারের সময়সীমা শেষ হলেও মোদী প্রচারে রয়েছে। তাঁকে ঘিরে রয়েছে ৯টি ক্যামেরা। বিভিন্ন কোণ থেকে তাঁকে ‘ধ্যানস্থ’ দেখিয়ে সংবাদমাধ্যমে চলছে প্রচার। দেখানো হচ্ছে বিভিন্ন মুদ্রায়। বহু জনেই মন্তব্য করছেন, ‘‘এমনই ধ্যান যে চারদিকে আলোর ঝলকানি আর ক্যামেরার নানা অ্যাঙ্গেল থেকে অবিরত প্রচার।’’
ইয়েচুরির মন্তব্য, ‘‘দেশে আর সবার জন্য প্রচার শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর প্রচার শেষ হচ্ছে না। একেবারে ভোটের দিন পর্যন্ত চলছে প্রচার।’’

Comments :0

Login to leave a comment