অনিল কুন্ডু- মহেশতলা
হুগলির জঙ্গল পাড়ার এক দুর্গা’র সন্ধান মিললো মহেশতলার বেল পুকুরে। বুধবার গভীর রাতে মানসিক ভারসাম্যহীন ওই মহিলা নিজেকে ‘দুর্গা’ পরিচয় দিয়ে স্থানীয় পুজো প্যান্ডেলের সামনে ঘুরঘুর করছিলেন। মহেশতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওই এলাকার বাসিন্দারা তাঁর পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তাঁর বাড়ি জঙ্গলে। তিনিই দুর্গা। এদিকে স্থানীয় বাসিন্দারা তাঁর সঙ্গে কথা বলে বুঝতে পারেন তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাঁরা বিষয়টি হ্যাম রেডিওকে জানালে ওই মহিলার বাড়ির সন্ধান করেন হ্যামের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার বিকালে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস এবিষয়ে জানান, মহেশতলায় উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন ওই মহিলার বাড়ি হুগলি জেলার চন্ডীতলা থানার জঙ্গল পাড়ায়। তাঁর নাম সন্ধ্যা শী। বাড়িতে তাঁর স্বামী ও দুই কন্যা রয়েছেন। তাঁরা হ্যাম প্রতিনিধিকে জানান, ৪ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন গৃহবধূ সন্ধ্যা শী। মানসিক ভারসাম্যহীন রোগী তিনি। বাড়িতে তাঁর ছবি দেখালে পরিবারের লোকজনেরা তাঁকে চিহ্নিত করেন। তাঁর দুই কন্যা সঙ্গীতা ও সঞ্চিতা শী নিখোঁজ মা’কে বাড়ি ফিরিয়ে নিতে মহেশতলার বেল পুকুর এলাকায় আসেন। তাঁদের হাতেই তুলে দেওয়া হয় পথ হারা এক দুর্গাকে।
Comments :0