isl match

প্রত্যাবর্তন করেও শূন্য হাতেই ফিরছে ইস্টবেঙ্গল

খেলা

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে সাহিল পানোয়ারের আত্মঘাতী গোলে ব্যাবধান কমায় ইস্টবেঙ্গল। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। গোল করেন পরিবর্ত হিসেবে নামা ডেভিড। ম্যাচের ৮৭ মিনিটে হিজাজি মাহেরের ভুলে ফাঁকায় বল পেয়ে যান মুম্বাইয়ের ক্যারালেস। গোল করতে ভুল করেননি তিনি। এই গোলেই তিন পয়েন্ট পেলো মুম্বই সিটি এফসি। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল মুম্বই। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানেই থাকল ইস্টবেঙ্গল। শেষ ছয়ের রাস্তা আরো কঠিনতর হল লাল হলুদের জন্য।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে মুম্বইকে এগিয়ে দেন দীর্ঘদিন খারাপ ফর্মে থাকা চাংতে। হাই লাইন ডিফেন্স খেলার খেসারত দিতে হল ইস্টবেঙ্গলকে। ম্যাচের দ্বিতীয় গোলটি এল ৪৩ মিনিটে নিকোস ক্যারালেসের পা থেকে।

Comments :0

Login to leave a comment