ELEPHANT DEATH JALPAIGURI

খেতের মধ্যে হাতির দেহ, চাঞ্চল্য গজলডোবায়

জেলা

বৈকন্ঠপুর জঙ্গল লাগোয়া গজল ডোবা সংলগ্ন তিস্তার চরের দধিয়ার চর গ্রামে হাতির দেহ।

জলপাইগুড়ি বৈকুন্ঠপুর বনদপ্তর মানতাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালোবাসা মোড়ের কিছুটা দূরে খেতের মধ্যে মিলল পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। সাতসকালেই দেখতে পান গ্রামবাসীরা, খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকদের। 
জানা গিয়েছে, সোমবার সকালে গেছে বৈকন্ঠপুর জঙ্গল লাগোয়া গজল ডোবা সংলগ্ন তিস্তার চরের দধিয়ার চর গ্রামের একটি চাষের জমিতে হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাতিটির গায়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন পাওয়া গিয়েছে বলে মত স্থানীয় একাংশের। একাধিক ক্ষতচিহ্নও রয়েছে। 
এলাকায় চলে আসেন বনকর্মী ও আধিকারিকেরা। জানা গিয়েছে বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন তিস্তা নদীর বিস্তীর্ণ চর এলাকায় চাষবাস করেন স্থানীয়রা। ওই অঞ্চলেই প্রায় প্রতিদিন হাতির যাতায়াত রয়েছে। ফসল বাঁচাতে বেড়ায় বিদ্যুৎ সংযোগ করা হয় কোনও কোনও জমিতে। তবে কোনও মন্তব্য করতে নারাজ বন দপ্তরের আধিকারিকেরা। 
তবে স্থানীয়দের আরেক অংশের অনুমান, বিষক্রিয়ার কারণেও মৃত্যু হতে পারে এই পূর্ণবয়স্ক দাঁতালের। তবে ময়নাতদন্তের পরই জানা সঠিক তথ্য জানা যাবে বলে বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন।
 

Comments :0

Login to leave a comment