বনাঞ্চলে বন্যপ্রাণী বাসভূমি বিপন্ন। বারবারই এই সমস্যা সামনে এসেছে। সরকার এবং প্রশাসন যদিও ব্যবস্থা নেয়নি। যার ফল ভুগতে হচ্ছে গ্রামবাসীদের।
ফের হাতির পালের তাণ্ডব সবজি ও কচি ধানের জমিতে। ঝাড়গ্রামে ডুলুং নদীর পাড়ে বেলিয়াবেড়্যা মৌজায়।
বনমন্ত্রী বীরবাহা হাঁসদার জেলা ঝাড়গ্রামে একাধিক ব্লক জুড়ে এই পরিস্থিতি। আড়াইশোর বেশি হাতির একাধিক পাল ঘুরছে চাষের জমিতে। কৃষকদের পরিশ্রম, ফসলের সর্বনাশ হচ্ছে। প্রশাসনের হেলদোল দেখা যাচ্ছে। তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকার পর এলাকায়।
Elephant Jhargram
ঝাড়গ্রামে হাতির তাণ্ডব সবজি, ধানজমিতে
×
Comments :0