Farmers protest

কৃষক সমস্যা সমাধানে পঞ্চবার্ষিকী প্রস্তাব কেন্দ্রের

জাতীয়

প্রতিবাদী কৃষক সংগঠনগুলির সঙ্গে চতুর্থ দফার আলোচনায় কেন্দ্রীয় সরকার ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) সরকারি সংস্থাগুলি ডাল, ভুট্টা এবং তুলো কেনার জন্য পাঁচ বছরের একটি পরিকল্পনা পেশ করেছে।
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সমন্বয়ে গঠিত একটি প্যানেল ‘‘ছকের বাইরে চিন্তাভাবনা’’ করার পরে কৃষকদের কাছে প্রস্তাব পেশ করেছে। পীযূষ গোয়েল এই আলোচনাকে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করে বলেন, বৈঠকে কৃষক নেতারা বিভিন্ন উদ্বেগ তুলে ধরেন।
সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার কৃষক নেতারা জানিয়েছেন, তাঁরা ১৯-২০ ফেব্রুয়ারি তাঁদের ফোরামে কেন্দ্রের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের মতামত নেবেন। আলোচনার পর তারা ‘দিল্লি চলো’ পদযাত্রাও সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

Comments :0

Login to leave a comment