'INDIA' COUNTING

‘ইন্ডিয়া’ ২৯৫, জনতার সমীক্ষার হিসেব ইয়েচুরির

জাতীয়

শনিবার বৈঠকে ‘ইন্ডিয়া’ নেতৃবৃন্দ।

‘ইন্ডিয়া’ মঞ্চ সব মিলিয়ে ২৯৫ আসন পাবে। জনতার মধ্যে আমাদের সমীক্ষা থেকেই এই অনুমান উঠে েসেছে। শনিবার ‘ইন্ডিয়া মঞ্চের বৈঠকের পর েই পূর্বাভাস সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। 

ভোট গণনার দিনের প্রস্তুতি নিয়ে আলোচনায় বৈঠক করছেন ‘ইন্ডিয়া’ মঞ্চের নেতৃবৃন্দ। 
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, নেত্রী সোনিয়া গান্ধী, সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, এনসিপি’র প্রতিষ্ঠাতা শারদ পাওয়ার, সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, ‘আপ’ নেতা ভগওয়ান্ত সিং মান রয়েছেন বৈঠকে।


খাড়গে বলেছেন, ‘‘ভোট শেষ হচ্ছে এবারের। লড়াই শেষ হয়নি। আমাদের সব দলের নেতা এবং কর্মীরা অত্যন্ত সতর্ক রয়েছেন। আমরা সব শক্তি দিয়ে ল৩াই করেছি। ইতিবাচক ফলের বিষয়ে আত্মবিশ্বাসী। কারণ দেশের মানুষ আমাদের সমর্থন করছেন।’’   
তিনি জানিয়েছেন এই বৈঠক আনুষ্ঠানিক না হলেও গণনার দিনের প্রস্তুতির জন্য আলোচনা চলছে। ৪ জুন ভোট গণনা হবে। 
১ জুন বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে ভোটের যুক্তি দিয়ে দূরে সরে থাকার অবস্থান নিয়েছে মমতা ব্যানার্জির দল।

সংবাদমাধ্যমের প্রশ্নে ইয়েচুরি বলেছেন, কেউ কেউ অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে উদ্বেগ দেখাচ্ছেন। এই কর্মসূচি সরকার গড়ার পরই বিভিন্ন সময়ে হয়েছে। এবারও সরকার গড়ার পরই হবে। 

Comments :0

Login to leave a comment