মহিলাদের একদিনের সিরিজে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারালো ভারতের মহিলা দল। গুজরাটের সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে জিতল ভারত। প্রথম ইনিংসে ২৩৮ রান করে গ্যবি লিউসের দল। অধিনায়ক গ্যবিই সর্বাধিক ৯২ রান করেন । এছাড়াও লিয়া পল করেন ৭৩ বলে ৫৯ রান। ভারতের হয়ে প্রিয়া মিশ্র দুটি উইকেট নেন । এছাড়াও তিতাস সাধু, দীপ্তি শর্মারা নেন একটি করে উইকেট । দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৩ বল বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত । প্রতিকা রাওয়াল সর্বাধিক ৯৬ বলে ৮৯ রান করেন । অধিনায়ক স্মৃতি মান্দানা করেন ২৯ বলে ৪১ রান । আয়ারল্যান্ডে আইমে মাগুয়ের ৩ টি উইকেট নেন । রবিবার দ্বিতীয় ম্যাচে দুই দল মুখোমুখি সৌরাস্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামেই।
India Ireland Women's Series
আয়ারল্যান্ডকে হারালো ভারত
×
Comments :0