MOHUN BAGAN MOLINA

হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মলিনার

খেলা

শনিবারের মহামেডান ম্যাচের আগে শুক্রবারের সাংবাদিক সম্মেলনে জয়ের অঙ্গীকার কোচ মলিনার। মোহনবাগান কোচ জোসে মলিনা জানালেন, "মহামেডান খুব সুন্দর শুরু করেছে এই মরশুম । আমাদের কাজ কালকের ম্যাচটি জেতা "। কালকের ম্যাচে চোট আঘাত প্রসঙ্গে মলিনা জানান  " সাহাল চোটের কারণে না থাকার সম্ভাবনাই বেশি এবং মনবীরেরও হাল্কা চোট রয়েছে, এছাড়া কালকের ম্যাচে সবাই খেলবে।’’ 
বেঙ্গালুরু ম্যাচে হার হলেও আত্মবিশ্বাসের সাথে মলিনা বলেন " গত ম্যাচে হার থেকে শিক্ষা নিয়ে আমরা এগোতে চাই। আমরা কোনো ফুটবলারকেই মিস করছি না। আমাদের খেলোয়াড়দের নিয়ে আমি যথেষ্ট খুশি।’’ মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর, চোট সারিয়ে আশিক কুরিনিয়ান ও রদ্রিগেজ কালকের ম্যাচে মাঠে নামবেন। এই কথা জানালেন মলিনা । কার্লোস কুয়াদ্রুত প্রসঙ্গে প্রশ্নে তিনি বললেন " কার্লোস চলে যাওয়ায় আমার আলাদা কোনো চাপ নেই " । এছাড়াও কামিংস জানান " আমাদের দলে সব পজিশনে ভালো খেলোয়াড়রা রয়েছে। বিশাল এই মুহুর্তে ভারতের সেরা গোলরক্ষক " । 
ম্যাক্লারেনকে নিয়ে ভুয়সী প্রশংসা করে জ্যাসন জানান " জেমি আমার খুব ভালো বন্ধু । আমি নিশ্চিত যে জেমি মোহনবাগানের হয়ে অনেক গোল করবেন।’’ 
বেঙ্গালুরুর হারের জ্বালা মেটাতে এই ম্যাচটাকেই টার্গেট করতে চাইছে মোহনবাগান। মনবীর ও সাহালের চোট থাকলেও স্বস্তির জায়গা আশিক ও রদ্রিগেজের দলে  প্রত্যাবর্তন। গত তিন ম্যাচে বারংবার প্রশ্নের মুখে পড়েছে মোহনবাগানের রক্ষণভাগ । তাই হয়তো ৪ ডিফেন্সেই শনিবার নামবেন মলিনা । ডিফেন্সে দুই বিদেশি রেখেই দল সাজাবেন কোচ । ৪- ৪- ২  ছকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল ( গোলরক্ষক ), শুভাশিস , টম, আলবার্তো, আশিস , থাপা , আপুইয়া , লিস্টন, আশিক , পেট্রাটস ও কামিংস

Comments :0

Login to leave a comment