VIGYAN ABHIKSHA MALDAHA

মালদহে বিজ্ঞান অভীক্ষায় ৪২ হাজারের বেশি ছাত্রছাত্রী

জেলা

পরীক্ষা, তবে কেবল নম্বরের জন্য নয়। যুক্তিবাদ এবং বিজ্ঞানমনস্কতা ছাত্রছাত্রীদের মধ্যে প্রসারের জন্যও। জেলায় জেলায় এই পরীক্ষা চলছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে। মালদহ জেলার বিজ্ঞান অভীক্ষায়ও ভালো সাড়া মিলেছে।
মালদহ জেলার ২৮তম বিজ্ঞান অভীক্ষা হয়েছে মঙ্গলবার। তৃতীয় থেকে দশম শ্রেণির ৬০০ বিদ্যালয়ের ৪২ হাজারের বেশি ছাত্র-ছাত্রী অংশ নেয়। গোটা জেলার ২৬১টি কেন্দ্রে এই অভীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই অভীক্ষা সংগঠিত করতে জেলার বিদ্যালয়গুলির শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীসহ বিজ্ঞানকর্মী ও সংগঠকরা তিনমাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। এই অভীক্ষা পরীক্ষার মধ্য দিয়ে বিজ্ঞান মঞ্চ ছাত্র-ছাত্রীদের মধ্য বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার বিরোধী মানসিকতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। 
ওএমআর পদ্ধতিতে উত্তরপত্র তৈরি হয়েছে। বিজ্ঞান মঞ্চের বক্তব্য, পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় এই পদ্ধতিতে উত্তর দিতে হবে ছাত্রছাত্রীদের। তার সঙ্গে পরিচিত করানো হলো। 
বিজ্ঞান অভীক্ষা সফল করে তোলার জন্য জেলার সকল শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা, বিদ্যালয় কর্তৃপক্ষ,  প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলা কমিটি।

Comments :0

Login to leave a comment