MUSK BRAZIL

জরিমানা দিয়ে ব্রাজিলে ফের চালু হচ্ছে ‘এক্স’

আন্তর্জাতিক

এলন মাস্কের ‘এক্স’-কে মোটা টাকা জরিমানা দিয়ে ব্রাজিলে ফের চালু করতে হচ্ছে পরিষেবা। ‘এক্স’ যা আগে টুইটার বলেই পরিচিত ছিল, ব্রাজিলে নিষেধাজ্ঞার মুখে পড়ে উগ্র এবং অসত্য প্রচারের জন্য। বুধবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট ‘এক্স’ ফের চালুর নির্দেশ দিয়েছে ব্রাজিলের ইন্টারনেট পরিষেবায়।
বিশ্বের সবচেয়ে ধনীদের অন্যতম এলন মাস্ক ‘টুইটার’ কেনার পর নাম বদলে হয় ‘এক্স’। সেই সঙ্গে বদলে যায় এই সোশাল মিডিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন নীতি। নিজেকে ‘বাকস্বাধীনতার চরম সমর্থক’ বলে প্রচার করে মাস্ক উগ্র দক্ষিণপন্থার পক্ষে প্রচারে সহযোগিতা করছেন, এই অভিযোগ বারবার উঠেছে। ব্রাজিলের সুপ্রিম কোর্ট এমন অভিযোগের ভিত্তিতে বিচার শুরু করে।
সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকসান্দ্রা ডি মোরেজের রায় মেনে প্রায় ৫০ লক্ষ ডলারের সমান অর্থমূল্য জরিমানা বাবদ জমা করতে হয়েছে মাস্কের সংস্থাকে। মোরেজ এদিন ব্রাজিলের টেলিকম নিয়ামক প্রতিষ্ঠান ‘অ্যানটেল’-কে  নির্দেশ দিয়েছেন ‘এক্স’-র পরিষেবা ফের চালুর অনুমতি দিতে।
ব্রাজিলে ‘এক্স’ ব্যবহার করেন অন্তত ২ কোটি নাগরিক। অনেকেই ব্লুস্কাইয়ের মতো অন্য সাইটে চলে যাচ্ছিলেন। মাস্কের বিরুদ্ধে অভিযোগ ছিল ২০২২’র রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে একেবারে ভিত্তিহীন অসত্য গুজব প্রচারে সহায়তা করার। উগ্র দক্ষিণপন্থী প্রচারকেই ‘বাকস্বাধীনতার’ নামে প্রচারের অভিযোগও ওঠে।

Comments :0

Login to leave a comment