PARIS OLYMPICS

প্যারিস অলিম্পিক্স , বিশেষ দল ভারতের

খেলা

আসন্ন প্যারিস অলিম্পিক্স - এ ভারতীয় যোদ্ধাদের সুস্থ ও তরতাজা রাখতে ১৩ জন সদস্যের একটি বিশেষ দল পাঠাচ্ছে আইওএ ( ইন্ডিয়ান অলিম্পিক্স এসোসিয়েশন) । এই বিশেষ দলটির নেতৃত্বে থাকবেন দীনেশ পার্ডিওয়াল। তিনি ছাড়াও থাকবেন আরো এক চিকিৎসক, তিনজন চোট বিশেষজ্ঞ, দু জন ফিজিও , এখন স্লিপ থেরাপিস্ট, দুজন মনোবিদ ও দুজন ম্যাসিও।

আমেরিকা , জাপান ও গ্রেট ব্রিটেনের মতো দেশগুলি প্রত্যেক বছরেই এই বিশেষ সদস্যের দল পাঠান অলিম্পিক্স এ। এই বছর এই তালিকার নতুন সংযোজন ভারত। অলিম্পিক্স এ মোট ১১৩ জন অংশগ্রহণকারী ভারতীয়দের দেখভালের জন্য এই ১৩ জনের ৯ জন সদস্যই মাত্র থাকতে পারবেন গেমস ভিলেজে। আর বাকিদের থাকতে হবে বাইরে । তারাও আসতে পারবেন একটি বিশেষ ভিসিটিং আওয়ার্স এ। ২০ তারিখ ভারতের সকল অংশগ্রহণকারীরা প্যারিসে পৌঁছানোর আগের দিনই ফ্রান্সের রাজধানীতে ' দ্যা গ্রেটেস্ট শো ওন আর্থ ' এর অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাবেন এই ১৩ জন ।

Comments :0

Login to leave a comment