সকাল থেকে বারবার চেষ্টা হয়েছে। বারবার প্রতিহত করেছে জনতা। সজাগ থেকেছেন সিপিআই(এম) কর্মীরা। তার মধ্যেই দমদমের একটু বুথে ঢুকে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। সিপিআই(এম)’র এজেন্ট লিডিয়া চাকি জানিয়েছেন জঘন্য হুমকি দেওয়া হয়েছে তাঁকে। মৃত ব্যক্তিদের নামে ভোট দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বুথে পৌঁছে তৃণমূলের অবৈধ জমায়েত সরালেন সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী। এজেন্টকে বসিয়েছেন বুথে।
দক্ষিণ দমদম পৌরসভায় জওহরলাল নেহরু স্কুলের ২৪৮-২৫১ নম্বর বুথে চলেছে ছাপ্পা। মৃত ব্যক্তিদের নামে ভোট দেওয়ার অভিযোগ। সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী খবর পেয়ে চলে আসেন এলাকায়। ছাপ্পা ভোটের প্রতিবাদ জানান তিনি। একশো মিটারের মদ্যে অবঐধ জমায়েত কিভাবে হচ্ছে জানতৃ চান। তাঁর প্রশ্নের মুখে ভুয়ো ভোটাররা পালাতে শুরু করে তার মধ্যে ধরাও হয়েছে কয়েকজনকে।
সিপিআই(এম) কর্মীরা বলছেন, পাশের ভোট গ্রহণ কেন্দ্র ভারতী সঙ্ঘেও ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই ছবি দেখা গিয়েছে। প্রিসাইডিং অফিসারকে বলেও লাভ হয়নি। এই বাহিনী কুই রেসপন্স টিম এলে পালাচ্ছে।
Dumdum False Vote
মহিলা এজেন্টকে জঘন্য হুমকি, চক্রবর্তী হটালেন ছাপ্পাবাজদের
×
Comments :0