UTSAVE ANUVABE — POTRY — KOWSHIK BANDHOPADHAYA — SHARADO RIN — NATUNPATA — 30 SEPTEMBER 2025, 3rd YEAR

উৎসবে অনুভবে — কবিতা — কৌশিক বন্দ্যোপাধ্যায় — বাজায় বীণ শারদ ঋণ — নতুনপাতা — ৩০ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

UTSAVE ANUVABE  POTRY  KOWSHIK BANDHOPADHAYA   SHARADO RIN  NATUNPATA  30 SEPTEMBER 2025 3rd YEAR

উৎসবে অনুভবে

কবিতা  

বাজায় বীণ শারদ ঋণ   

কৌশিক বন্দ্যোপাধ্যায়

নতুনপাতা

৩০ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

মাথার উপর আকাশ নীলে 
মেঘ ভেসে যায় নিরুদ্দেশে
রঙের ঝালর খুশির বিলে
পাড় জুড়ে কাশ উঠলো হেসে।

পদ্ম পলাশ অশোক কুঁড়ি 
ফুটে আছে তাই পাপড়ি মেলে 
এমন ছবির নেইকো জুড়ি 
মন থেকে ঠিক হারিয়ে গেলে।

ওই যে সুদূর অলক পুরে
প্রাণ খুলে তাই বলছি আলো
বর্ষা শেষের শরৎ জুড়ে 
দুই চোখে দেখো সবই ভালো

এই সে আলোক ছড়িয়ে আছে 
গ্রাম থেকে দূর শহর পানে
লতায় পাতায় গাছের কাছে 
সুর খেলা করে অথৈ গানে।

খুঁজি  তাই হরেক রকম ছবি 
সেজে উঠি তাই পরাণ আঁকে 
তাক্ ধিনা ধিন্ ধিনাক্ ধিনা 
নদী ছুটে যায় দূরের বাঁকে।

কোন্ সে নদী - স্রোতের মুখে 
হাসি মুখে তার বাজায় বীণ
বুক জুড়ে ঠিক দুখে ও সুখে 
শেষ নেই যার শারদ ঋণ।

 

Comments :0

Login to leave a comment