উৎসবে অনুভবে
কবিতা
বাজায় বীণ শারদ ঋণ
কৌশিক বন্দ্যোপাধ্যায়
নতুনপাতা
৩০ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩
মাথার উপর আকাশ নীলে
মেঘ ভেসে যায় নিরুদ্দেশে
রঙের ঝালর খুশির বিলে
পাড় জুড়ে কাশ উঠলো হেসে।
পদ্ম পলাশ অশোক কুঁড়ি
ফুটে আছে তাই পাপড়ি মেলে
এমন ছবির নেইকো জুড়ি
মন থেকে ঠিক হারিয়ে গেলে।
ওই যে সুদূর অলক পুরে
প্রাণ খুলে তাই বলছি আলো
বর্ষা শেষের শরৎ জুড়ে
দুই চোখে দেখো সবই ভালো
এই সে আলোক ছড়িয়ে আছে
গ্রাম থেকে দূর শহর পানে
লতায় পাতায় গাছের কাছে
সুর খেলা করে অথৈ গানে।
খুঁজি তাই হরেক রকম ছবি
সেজে উঠি তাই পরাণ আঁকে
তাক্ ধিনা ধিন্ ধিনাক্ ধিনা
নদী ছুটে যায় দূরের বাঁকে।
কোন্ সে নদী - স্রোতের মুখে
হাসি মুখে তার বাজায় বীণ
বুক জুড়ে ঠিক দুখে ও সুখে
শেষ নেই যার শারদ ঋণ।
Comments :0