ধর্মঘটে শামিল বহুজাতিক সংস্থা স্যামসাঙের ৭ কর্মীকে গ্রেপ্তার করল তামিলনাডুর পুলিশ। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করেছে সিআইটিইউ। বুধবার শ্রীপেরামবুদুরে বিক্ষোভের সময় সিআইটিইউ সহ বিভিন্ন সংগঠনের কর্মীদের হটিয়ে দেয় পুলিশ।
মঙ্গলবার রাতে এই কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আন্দোলন থেকে সরেননি ধর্মঘটী শ্রমিকরা। বেতন বৃদ্ধি, কাজের সময় নির্দিষ্ট করা এবং কাজের পরিবেশ সঙ্গত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই কর্মীরা। দাবি জানিয়েছেন সংস্থায় নির্বাচিত ইউনিয়নকে স্বীকৃতি দেওয়ারও।
বুধবার আন্দোলন স্থলে যান সিআইটিইউ’র তামিলনাডু রাজ্য সভাপতি এ সৌন্দররাজন, স্যামসাঙ ইন্ডিয়ার সিআইটিইউ ইউনিয়নের সভাপতি ই মুথু কুমারও। তাঁদের জোর খাটিয়ে সরিয়ে দেয় পুলিশ। সিপিআই(এম) সহ বামপন্থী দলগুলি পুলিশের এই আচরণকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে কড়া বিরোধিতা করেছে।
শ্রমিকদের অভিযোগ, স্যামসাঙের কারখানার সামনে একটি ছোট ভ্যান উলটে যায়। পাঁচ শ্রমিক আহত হন। ঘটনার তদন্ত করতে এসে পুলিশ আন্দোলনরত কর্মীদের সঙ্গে বচসা বাঁধিয়ে দেয়। মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় শ্রমিকদের।
শ্রমিকরা বলেছেন, পুলিশ অযথা উত্তেজনা ছড়িয়েছে। কাঞ্চিপুরম জেলার শ্রীপেরামবুদুরে স্যামসাঙের এই কারখানায় ঢোকার মুখে একাধিক দফায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। কারখানায় যেতে দেরি হচ্ছে শ্রমিকদের। এর আগে স্যামসাঙের কারখানা সংক্রান্ত আন্দোলনের জেরে রাজ্য সরকারের ডাকে কয়েক দফায় ত্রিপাক্ষিক আলোচনা হয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়নি।
SAMSUNG WORKERS ARREST
স্যামসাঙের বিক্ষোভরত শ্রমিক গ্রেপ্তারের নিন্দা, জারি আন্দোলন
×
Comments :0