ফের একবার রিয়াল মাদ্রিদকে হারালো বার্সিলোনা।এই মরশুমে রিয়ালের বিরুদ্ধে এটি দ্বিতীয় এল ক্লাসিকোতে জয় বার্সিলোনার।রবিবার রাতে (সোমবার)।স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জেদ্দায় ৫-২ গোলে আন্সেলোত্তির রিয়ালকে পর্যদুস্ত করলো হ্যান্সি ফ্লিকের বার্সিলোনা।ম্যাচ শুরুর আগেই দুই দলের লাইন আপেই যেন স্পষ্ট ছিল ম্যাচের ফলাফল।গত ক্লাসিকোর ভুল থেকে শিক্ষা না নিয়ে ফের একবার রাইট ব্যাক পজিশনে ভাসকেজকে খেলান আন্সেলোত্তি । ফলে রাফিনহা সুযোগ নিতে থাকেন সেই জায়গার।গতিতে বারংবার পরাস্ত করতে থাকেন ভাসকেজকে । এছাড়াও রক্ষণে একদমই ল্যাজেগোবরে অবস্থা চুয়ামেনি , রুডিগারদের। মাঝমাঠে ব্লকিংয়ের অভাব দেখা যাচ্ছিলো স্পষ্ট । হ্যান্সি ফ্লিকের দুরন্ত ট্যাকটিক্সের কাছেই মূলত হারতে হল আন্সেলোত্তিকে।লামিন ইয়ামাল ও রাফিনহা দুই উইং থেকে আক্রমণ শানাতে থাকেন।এই ম্যাচে রিয়ালের ত্রয়ী এম্ব্যাপে , ভিনি ও রড্রিগো ভালো খেললেও মাঝমাঠের কোনো গভীরতা না থাকার খেসারত দিতে হল গোটা দলটিকেই।ম্যাচের ৫ মিনিটে অবশ্য প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে দেন এম্ব্যাপে।বার্সার একটি কর্নার রুখে দিয়ে একটি গতিময় প্রতিআক্রমণে গোল করেন এম্ব্যাপে।গোলের পাস বাড়ান ভিনি।কিন্তু রিয়াল সেই গোল ধরে রাখতে পারেনি।২২ মিনিটেই দারুন প্লেসিংয়ে গোল করে সমতা ফেরান স্পেন ও বার্সার উদীয়মান তারকা লামিন ইয়ামাল।৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন লেওয়ানডস্কি।এরপরই যেন বাঁধ ভেঙে যাওয়ার মতোই বার্সার আক্রমণের প্রবাহিণীতে ভেঙে পড়তে থাকে মাদ্রিদের রক্ষণভাগ।৩৯ মিনিটে ফাঁকা জায়গা থেকে হেড করে দারুন ফিনিশ রাফিনহার।প্রথামার্ধ শেষ হওয়ার কিছুক্ষন আগেই একটি প্রতিআক্রমণ থেকে গোল করেন ভালদে।প্রথমার্ধের শেষে ৪-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল।দ্বিতীয়ার্ধেও কিছুই পরিবর্তন হয়নি শুরু দিকেই দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা।মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড়রা চেষ্টা করলেও মাঝমাঠের ওভাবেই ভুগতে হল তাদের।৫৬ মিনিটে ভিনিকে ফাউল করায় লাল কার্ড দেখেন সেজনী।৬০ মিনিটে রড্রিগো ফ্রি কিক থেকে গোল করলেও তা ফিরে আসার পক্ষে যথেষ্ট ছিলনা।১৫তম স্প্যানিশ সুপার কাপ জিতলেন রাফিনহারা। তবে এবার হয়তো সত্যিকাররেই ভাববার সময় এসেছে আন্সেলোত্তিকে নিয়ে।
Comments :0