santosh trophy

সঞ্জয়ের লক্ষ্য সন্তোষের শেষ তিন ম্যাচ

খেলা

bengal team will face odisha in the quarter finals of santosh trophy ছবি প্রতীকী।

 

সন্তোষ ট্রফি জিততে বাংলা দলের বাকি আরো তিনটি ম্যাচ । শেষ আটের লড়াইয়ে সঞ্জয় সেনের দলের প্রতিপক্ষ ওড়িশা । ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামবে বাংলা দল । এখনও পর্যন্ত ওড়িশা মাত্র একটি ম্যাচ জিতে কোয়াটারে উঠলেও তাদের সমীহ করছেন সঞ্জয় সেন । বাংলা  দলের রবি হাঁসদা ও নরহরি শ্র্রেষ্ঠা প্রায় প্রত্যেক ম্যাচেই গোল করছেন । তাদের দিকেই এখন তাকিয়ে গোটা বাংলার ফুটবলপ্রেমীরা । বর্তমানে আই লীগ ও আইএসএলে বাঙালিদের সংখ্যা কমছে দিনের পর দিন । সন্তোষ ট্রফি জিতলে আবারো হয়তো  প্রত্যেকটি  দলেই বাঙালি ফুটবলারদের আনাগোনা দেখা যেতে পারে । এই ট্রফি জিতেই তাই কোচ সঞ্জয় সেন  বাংলা ফুটবলের স্বর্ণযুগ ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ ।

Comments :0

Login to leave a comment