সন্তোষ ট্রফি জিততে বাংলা দলের বাকি আরো তিনটি ম্যাচ । শেষ আটের লড়াইয়ে সঞ্জয় সেনের দলের প্রতিপক্ষ ওড়িশা । ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামবে বাংলা দল । এখনও পর্যন্ত ওড়িশা মাত্র একটি ম্যাচ জিতে কোয়াটারে উঠলেও তাদের সমীহ করছেন সঞ্জয় সেন । বাংলা দলের রবি হাঁসদা ও নরহরি শ্র্রেষ্ঠা প্রায় প্রত্যেক ম্যাচেই গোল করছেন । তাদের দিকেই এখন তাকিয়ে গোটা বাংলার ফুটবলপ্রেমীরা । বর্তমানে আই লীগ ও আইএসএলে বাঙালিদের সংখ্যা কমছে দিনের পর দিন । সন্তোষ ট্রফি জিতলে আবারো হয়তো প্রত্যেকটি দলেই বাঙালি ফুটবলারদের আনাগোনা দেখা যেতে পারে । এই ট্রফি জিতেই তাই কোচ সঞ্জয় সেন বাংলা ফুটবলের স্বর্ণযুগ ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ ।
Comments :0