Uma Bharti

হিন্দুত্বের সাথে বিজেপির কোন রাজনৈতিক এজেন্ডা নেই : উমা ভারতী

জাতীয়

রাম, হিন্দু, হিন্দুত্ববাদের সাথে বিজেপির কোন রাজনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করলেন বিজেপি সাংসদ উমা ভারতী। ভারতীর দাবি তাঁর দল রামের ওপর কোন পেটেন্ট নিয়ে রাখেনি। তাঁর কথাব হিন্দু ধর্মের ওপর যে কোন মানুষ বিশ্বাস রাখতে পারেন, কিন্তু হিন্দু ধর্মের প্রতি তাদের বিশ্বাস রাজনৈতিক স্বার্থে ঊর্ধ্বে। 

উমা ভারতী যেই দাবি করছেন তার সাথে ভারতের বাস্তব চিত্র পুরোপুরি আলাদা। গোটা দেশে রাম এবং হিন্দুত্বের এজেন্ডাকে সামনে রেখেই মানুষে মানুষে বিভেদ তৈরি করছে কেন্দ্রের শাসক দল। উত্তরপ্রদেশের রাম মন্দির তৈরি তার প্রচার। সব কিছুকেই নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বিজেপি। 

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই উগ্রহিন্দুত্বের প্রচারে ব্যাস্থ থেকেছে বিজেপি এবং আরএসএস। লোকসভা থেকে বিধানসভা ভোট প্রতিটা ক্ষেত্রে হিন্দুত্বের জিগির তুলে নির্বাচন পার করতে চেয়েছে বিজেপি।  

Comments :0

Login to leave a comment