Book Stall

জেলায় জেলায় ভিড় মার্কসীয় বুক স্টলগুলিতে

রাজ্য জেলা

বরাহনগর ডানলপ মোড়ে বুক স্টল। ছবি - অভিজিত বসু।

লড়াই সংগ্রামের বার্তাকে নিবিড়ভাবে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শারদ উৎসবে রাজ্যের বিভিন্ন জেলায় প্রগতিশীল পত্রপত্রিকা ও মার্কসীয় বইয়ের স্টল খোলা হয়েছে। সর্বত্রই উৎসাহী মানুষের ভিড় দেখা যাচ্ছে। শারদ উৎসব উপলক্ষে আলিপুরদুয়ার জংশন এরিয়া কমিটির পক্ষ থেকে মার্কসীয় সাহিত্যের সহ সাধারণ সাহিত্যের বুক স্টল উদ্বোধন হয় বুধবার। পাশাপাশি তিলোত্তমার বিচার চেয়ে বিভিন্ন অনুষ্টান, যা চলবে পুজার দিনগুলিতে।  
এদিন সন্ধ্যায় কোচবিহার শহরের মরাপোড়া চৌপথী এলাকায় সংশ্লিষ্ট দপ্তরের সম্মুখে এই বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। উপস্থিত ছিলেন সিপিআইএম (এম) নেতা মহানন্দ সাহা, সাধন দেব, পার্থ প্রতিম সেনগুপ্ত, সুজিত দাস, মহিলা নেত্রী মধুছন্দা সেনগুপ্ত প্রমূখ। এই  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপক কুমার সরকার।

মার্কসীয় বুক স্টলের উদ্বোধন হল ধূপগুড়িতেও। আরজি কর, জয়নগর, পটাশপুর কান্ডের দ্রুত ন্যায়বিচারের দাবি সহ  রাজ্যজুড়ে ভয়ের পরিবেশ কায়েমের বিরুদ্ধে সোচ্চার হবার পাশাপাশি প্যালেস্টাইনের গাজায় ইজরায়েলের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে অতি দ্রুত যুদ্ধের অবসানের দাবিকে সামনে রেখে বুধবার শারদোৎসবে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য পত্রিকা বিপণন কেন্দ্রের উদ্বোধন করলো সিপিআই(এম) কোচবিহার শহর এরিয়া কমিটি। এদিন কোচবিহার শহর সহ জেলার ৩৬টি জায়গায় এই পুস্তক বিপণন কেন্দ্রের উদ্বোধন হয়।
জলপাইগুড়ি শহরের জেলা পার্টি দপ্তর সুবোধ সেন ভবনের সামনে বুধবার সন্ধ্যায় চেতনা বুক স্টলের উদ্বোধন করেন পার্টির জেলা সম্পাদক সলিল আচার্য, পান্ডা পাড়া কালিবাড়ি তে মার্কসীয় পত্র পত্রিকা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন পার্টি নেতা পরিমল কিরণ রায়, উকিলপাড়া মোড়ে বুক স্টলের উদ্বোধন করেন বর্ষীয়ান পার্টির তিন জন নেতৃত্ব বাদল সেন চৌধুরী, গিরীন্দ্র নাথ ঝা, নির্মলেন্দু গুহ, বক্তব্য রাখেন জেলা সম্পাদক সলিল আচার্য,আসাম মোর এ সদর পশ্চিম এরিয়ার উদ্যোগে হওয়া বুক স্টলের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পান্থ দাসগুপ্ত, উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতৃত্ব প্রাক্তন সাংসদ জিতেন দাস এছাড়াও জেলার ময়নাগুড়ি ও ক্রান্তি তে মার্কসীয় পত্র পত্রিকা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়।
সিপিআই(এম) শিলিগুড়ি ২নং এরিয়া কমিটির উদ্যোগে ন্যাশনাল বুক স্টোরের মার্কসীয় পত্রপত্রিকা ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে হিলকার্ট রোড অনিল বিশ্বাস ভবনের সামনে কেন্দ্রীয়ভাবে বুকস্টলের উদ্বোধন করে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টি নেতা অশোক ভট্টাচার্য, এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার সহ অন্যান্যরা। শারদীয়া উৎসবের সময়কালে শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকায় বই’র স্টলগুলি হয়েছে। 

ধূপগুড়িতে শারদীয়  বুক স্টল।

শারদীয়া মার্কসীয় বুক স্টল উদ্বোধনের সাথে তিলোত্তমার সুবিচারের দাবিতে লড়াইয়ের অঙ্গীকার সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটির। বুধবার বল্লভপুরে মার্কসীয় সাহিত্যের বিপণীর উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত ও এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় রায়।
হাওড়া জেলার বিভিন্ন এলাকায় মার্কসীয় প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। সাধারণ মানুষের কাছে মার্কসীয় প্রগতিশীল পুস্তক পৌঁছে দিতেই খোলা হয়েছে পুস্তক বিক্রয় কেন্দ্র। হাওড়া পঞ্চানন তলায় ও দালাল পুকুর অঞ্চলে পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন পাটির জেলা সম্পাদক দিলীপ ঘোষ। 
এদিন উত্তরপাড়ায় মার্কসীয় সাহিত্যের স্টলের উদ্বোধন করতে গিয়ে আর জি করের সিনিয়র ডাক্তার জুনেইদ কুমার সিনহা বলেন, ছেলেমেয়েগুলি তিলোত্তমার বিচার ছেয়ে পথে আছেন। দুনাস পার হয়ে গেছে সরকার নির্বিকার। এ কোন উৎসব মেয়ের লাশ ফেলে রেখে তার পরিবার উৎসব করতে পারে? প্রতিবাদ করুন। এদিন প্রতিবাদী ছবি আঁকার কর্মসূচিতে ছিলেন বিশিষ্ট শিল্পী মনীশ দেব। এদিন স্টল উদ্বোধন করেন সর্বভারতীয় এসএফআই নেত্রী দিপ্সিতা ধর। এদিন রিষড়া ও ভদ্রশ্বরেও ষষ্ঠী থেকে দশমী লাগাতার বিক্ষোভের সূচনা হল আজ। এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি হয়।
উত্তর ২৪ পরগনা জেলায় মোট ১৯৮ টি মার্কসীয়, প্রগতিশীল ও শিশু সাহিত্য বিক্রয় কেন্দ্র হয়েছে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। বিক্রয় কেন্দ্রগুলিতে তিলোত্তমার বিচার চেয়ে পোষ্টার লাগানো হয়েছে। এছাড়া পোষ্টারে জুনিয়ার ডাক্তারদের অনশন ও তাদের দাবির প্রতি সংহতি জানানো হয়েছে। 
বসিরহাট মহকুমা জুড়ে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের স্টল উদ্বোধন সিপিআই(এম)'র প্রবীণ নেতৃত্বদের। বুধবার বাদুড়িয়া -২নং এরিয়া কমিটির উদ্যোগে রামচন্দ্রপুরে প্রভাত পাল স্মৃতি ভবন প্রাঙ্গণে মার্কসীয় সাহিত্যের স্টল উদ্বোধন করেন পার্টির উত্তর ২৪পরগনা জেলা কমিটির প্রবীণ নেতা নীহারেন্দু চ্যাটার্জি। ছিলেন পার্টি নেতা মহম্মদ সেলিম গায়েন ও অন্যান্য নেতৃবৃন্দ। 

Comments :0

Login to leave a comment