Darjeeling Zoo

দার্জিলিঙ’য়ের রেড পান্ডা আনল আন্তর্জাতিক স্বীকৃতি

রাজ্য জেলা

রেড পান্ডা সংরক্ষণ প্রোগ্রামের জন্য বিশ্ব দরবারে সেরার শিরোপা পেয়েছে দার্জিলিঙ চিড়িয়াখানা। বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণি রেড পান্ডা সংরক্ষণ ও প্রজননের জন্য ওয়াজা কনজার্ভেশন অ্যাওয়ার্ডের প্রকাশিত তালিকায় স্থান পেয়েছে দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। তালিকার প্রথম তিন নম্বরে স্থান করে নিয়েছে দার্জিলিঙের চিড়িয়াখানা। জানা গেছে, এই সময়ে দার্জিলিঙ চিড়িয়াখানার অন্তর্গত তোপকেদাঁড়ায় রেড পান্ডা প্রজনন কেন্দ্রে রেড পান্ডার সংখ্যা ১৯টি। সিঙ্গালিলা জাতীয় অভয়ারন্যে ছাড়া হয়েছে ৯টি রেড পান্ডা। সেখানে পাঁচটি শাবকের জন্ম হয়েছে। দার্জিলিঙ চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় রেড পান্ডার সংরক্ষণে ডিএনএ, টিস্যু সংরক্ষণের জন্য বায়ো ব্যাঙ্কিং গবেষনাগার তৈরী হয়েছে। এই বিষয়ে রাজ্য জু অথারিটির সদস্য সচিব সৌরভ চৌধুর বলেন, ‘‘দারুন খুশির খবর। বিশ্বের কয়েক হাজার চিড়িয়াখানার মাঝে সেরা তিনে স্থান পেয়েছে দার্জিলিঙ চিড়িয়াখানা। রেড পান্ডা সংরক্ষণ ও প্রজননে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’’ 
দার্জিলিঙ চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, ‘‘ প্রথম থেকে লক্ষ্য ছিলো রেড পান্ডা সংরক্ষণের ওপর। বিশ্বের দরবারে স্বীকৃতি মেলায় আমরা উচ্ছ্বসিত।’’

Comments :0

Login to leave a comment