দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আগামীকাল সংসদ অভিযানে শামিল হতে চলেছে এসএফআই সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সহ অন্যান্য সংগঠনসমূহ। ভারতের সমস্ত প্রধান ছাত্র সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম 'ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়া' শিক্ষা ক্ষেত্রে মোদী সরকারের গৃহীত ধ্বংসাত্মক পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে। "শিক্ষা বাঁচাও, নয়া শিক্ষা নীতি প্রত্যাখ্যান করো" শ্লোগানে সারা দেশে সাধারণ ছাত্রদের একত্রিত করবে এই আন্দোলন। ভারত বাঁচাও, বিজেপিকে প্রত্যাখ্যান করো। এই আন্দোলনের অংশ হিসাবে রাজধানী দিল্লিতে একটি বিশাল ছাত্র সমাবেশের আয়োজন করা হবে আগামীকাল। এই প্রসঙ্গে এসএফআই সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, ২০২৪ সালের ১২ জানুয়ারি নয়া দিল্লির জন্তর মন্তরে এই বিক্ষোভের আয়োজন করা হবে। সারা দেশ থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ এই বিক্ষোভে ভারতের ১৬টি প্রধান ছাত্র সংগঠনের জাতীয় নেতৃত্ব যৌথভাবে অংশ নেবেন। ‘‘দেশজুড়ে শিক্ষা ক্ষেত্রে বেসরকারিকরণ, বাজেট কমিয়ে আনা, আসন কমিয়ে আনার মধ্যে দিয়ে শিক্ষাকে গরিব ছাত্রছাত্রীদের নাগালের বাইরে নিয়ে যেতে চাইছে এই সরকার। তার বিরুদ্ধে আগামীকাল রাজধানীর দখল নেবে ছাত্ররা,’’ জানান ময়ূখ।
Comments :0