শনিবার, ১ জুন, রাজ্যের ৯ কেন্দ্রে ভোট। অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস। কিন্তু ষষ্ঠ দফার পর সপ্তম দফার ভোট ঘিরেও নির্বাচন কমিশনের ভূমিকায় গভীর প্রশ্ন উঠেছে। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম যদিও স্পষ্টই জানিয়েছেন কোথায় মানুষকে সঙ্গে নিয়ে ভোটদানের অধিকার রক্ষায় সজাগ থাকবে পার্টি।
তবে কোন কেন্দ্রের কোন ক্ষেত্রে কে পর্যবেক্ষক, তাঁদের যোগাযোগের নম্বরই বা কী, জানিয়েছে কমিশন। সেই তালিকাই দেওয়া হলো ছবিতে।
সাধারণ পর্যবেক্ষকদের নাম কেন্দ্র ফোন নম্বর
আইএএস- নিপুন জিন্দল দমদম 9748310274
আইএএস- বি.সি. সতীশা বারাসত 9748447673
আইএএস- কুমার পাল গৌতম বসিরহাট 9748309863
আইএএস- মিনেন্দ্র কুমার জয়নগর 6292338852
আইএএস- শারাত বি. মথুরাপুর 6292338853
আইএএস- পি বসন্ত কুমার ডায়মন্ড হারবার 6292338863
আইএএস- রঞ্জিত কুমার সিং যাদবপুর 6292338860
আইএএস- এস বিশ্বনাথন কলকাতা দক্ষিণ 6292008851
আইএএস- সঞ্জয় এস. কাতকর কলকাতা উত্তর 8420944026
পুলিশ পর্যবেক্ষকদের নাম কেন্দ্র ফোন নম্বর
আইপিএস- রজত সুশ্র দমদম 9748309891
আইপিএস- এস. হরি কৃষ্ণা বারাসত, বসিরহাট 9748310421
আইপিএস- রোহন পি. কনয় জয়নগর, মথুরাপুর 6292338856
আইপিএস-নীলেশ আনন্দ ভার্নে ডায়মন্ড হারবার , যাদবপুর 6292338861
আইপিএস-সন্তোষ কুমার কলকাতা উত্তর 8584883831
Comments :0