Elephant Body Recover

তিস্তার চরে উদ্ধার হাতির মৃতদেহ

জেলা

জলপাইগুড়ি বৈকুন্ঠপুর বনদপ্তর মানতাদারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালোবাসা মোড় সংলগ্ন একটি খেত থেকে উদ্ধার হলো পূর্ণবয়স্ক একটি দাঁতাল হাতির মৃতদেহ। সোমবার সকালেই মৃতদেহ দেখে গ্রামের মানুষ বন দপ্তরে খবর দেন। 
জানা গেছে সোমবার সকালে বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া গজলডোবা সংলগ্ন তিস্তার চর-এর দধিয়ার চর গ্রামের একটি চাষের জমিতে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাতিটির শরীরের একাধিক স্থানে ক্ষতচিহ্ন রয়েছে বলে জানা গেছে। এলাকায় আসেন বনকর্মীরা। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেন। তিস্তার চরে স্থানীয় মানুষ চাষবাস করেন। ওই জমিতে প্রায়ই আসে হাতির দল। গ্রামে ঢুকেও তাণ্ডব চালায় হাতিরা। ফসল বাঁচাতে জমির বেড়াগুলিতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও করেন অনেকেই। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটি মারা গেছে কিনা তা খতিয়ে দেখছে বন দপ্তর। তবে এ বিষয়ে বন দপ্তরের আধিকারিকরা কোনও কথা বলতে চাননি। স্থানীয় মানুষের অনুমান, বিষক্রিয়ার কারণে হাতিটির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Comments :0

Login to leave a comment