kho kho world cup

উন্মোচিত হল খো খো বিশ্বকাপের ট্রফি

খেলা

kho kho world cup ছবি প্রতীকি

 

আগামী ১৩ জানুয়ারিতে প্রথমবার ভারতের মাটিতে হতে চলেছে খো খো বিশ্বকাপ। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে হবে প্রত্যেকটি ম্যাচ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টায়। মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ২৪টি দল খেলবে এই প্রতিযোগিতায়। এশিয়া মহাদেশ থেকে ৭টি দেশ খেলবে। ভারত , পাকিস্তান , নেপাল , দক্ষিণ কোরিয়া , মালয়েশিয়া , ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।আফ্রিকা থেকে খেলবে ৩টি দল ঘানা , কেনিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইউরোপ থেকে ইংল্যান্ড ও নেদারল্যান্ড। উত্তর আমেরিকা থেকে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র , দক্ষিণ আমেরিকা থেকে ব্রাজিল ও ওশিয়ানিয়া থেকে খেলবে অস্ট্রেলিয়া। তেজাস ও তারা নামে দুই ম্যাসকটও রয়েছে এই প্রতিযোগিতায়। 

Comments :0

Login to leave a comment