এডিলেডে বর্ডার গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হেরেছিল ভারত । এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ( WTC ) পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেল রোহিত শর্মারা । টেবিলের শীর্ষে নতুন জায়গা করে নিয়েছে দক্ষিন আফ্রিকা। তাদের পয়েন্ট ৬৩.৩ । শ্রীলঙ্কাকে দুটি টেস্টেই হারিয়ে শীর্ষে উঠে এসছে টেম্বা বামুবার দল। দ্বিতীয় স্থানে ৬০.৭১ পয়েন্ট নিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ৫৭. ২৯।
চিত্র যা , তাতে দক্ষিন আফ্রিকাকে তাদের বাকি দুটি টেস্ট ম্যাচের একটিতে জিতলেই হবে । আরো একটি ম্যাচ তারা জিততে পারলেই আর কোনো দলই তাদের টপকে উপরে উঠে আসতে পারবেনা। অজিদের ফাইনালে উঠতে গেলে বাকি ৫ টির মধ্যে ৩ টিতেই জয় পেতে হবে । আগামী বছর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেতে গেলে ভারতকে ৩ টি জয় । অথবা ২ টি জয় ও ১ টি ড্র করতে হবে । নয়তো ভারতকে তার প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার উপরে নির্ভর করতে হবে । এছাড়াও পাকিস্তান ২৬ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মোট দুটি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে । সেই সিরিজে পাকিস্তান জয়লাভ করলে ফাইনালের দরজা আরো খুলে যাবে ভারতের জন্য । ২৯ জানুয়ারি থেকে ২ রা ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। অজিরা সেই সিরিজ হারলে আরো সুবিধা পাবে ভারত । তবে পরের তিনটি কঠিন টেস্ট ম্যাচে জিততে গেলে বোলিং ও ব্যাটিং উভয় বিভাগেই আরো বেশি গভীরতার দরকার পড়বে বিরাটদের। বিরাট ও রোহিতের ক্রমাগত খারাপ পারফরমেন্স অন্যতম কারণ ভারতের এই ভরাডুবির পিছনে । প্যাট কামিংসদের বিরুদ্ধে ভারতের পরবর্তী টেস্ট খেলা হবে আগামী ১৪ ডিসেম্বরে ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে ।
World Test
হারের ধাক্কায় বিশ্ব টেস্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেল ভারত
×
Comments :0