রাজ্যের জয়েন্ট এন্ট্রাস বোর্ডের পরীক্ষার ফলাফল এখনই প্রকাশ করা যাবে না। ২০১০ সালের আগে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণ বিধি মেনে এই পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিয়ে বলেছেন, ২০১০সালের আগে (৬৬ সম্প্রদায়) বিধি অনুযায়ী ৭ শতাংশ সংরক্ষণ মেনে আগামী ১৫ দিনের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। এই সময়ের মধ্যেই রাজ্যের একজন সিনিয়র বিশেষ সচিব পদমর্যাদার আধিকারিককে আদালতে হলফনামা জমা দিতে হবে। আদালতের এই নির্দেশ রাজ্যের মুখ্যসচিবকে অবহিত করতে হবে।
এদিনই এন্ট্রাস বোর্ড মেধাতালিকা প্রকাশ করার কথা ঘোষণা করেছিল। তবে মেধা তালিকার প্রকাশের আগে হাইকোর্টে যে মামলা চলছে তার প্রেক্ষিতেই কিছু তথ্য বোর্ডের জমা দেবার কথা ছিল। বোর্ডের তরফে সেই তথ্য আদালতে জমা দেওয়া হয়েছিল। এদিন হাইকোর্ট জানিয়েছে, বোর্ড যে তথ্য জমা দিয়েছে তাতে আদালত সন্তুষ্ট হতে পারেনি। বিচারপতি কৌশিক চন্দ বলেছেন, কলকাতা হাইকোর্ট ২০২৪ সালের এপ্রিল মাসে ওবিসি সংক্রান্ত যে নির্দেশ দিয়েছিল তা লঙ্ঘন করা হয়েছে। জয়েন্ট এন্ট্রাস বোর্ডকে পুরানো (ওবিসি) সংরক্ষণ বিধি মেনে মেধা তালিকা তৈরি করতে হবে। যে মেধা তালিকা তৈরি হয়েছে তা সঠিক পদ্ধতি মেনে হয়নি।
আদালত তার পর্যবেক্ষণে বলেছে, রাজ্য সরকার সম্প্রতি নতুন করে একটি সংরক্ষণ তালিকা তৈরি করেছে। সেই তালিকার ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। মাত্র এই কয়েকদিনের মধ্যে এন্ট্রাস বোর্ড কিভাবে সকলকে ওবিসি সংরক্ষণ শংসাপত্র প্রদান করতে পারল? তাছাড়া ২০২৪ সালের হাইকোর্টের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ নেই। ফলে হাইকোর্টের নির্দেশ মেনে পুরানো সংরক্ষণ তালিকা অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করতে হবে।
Joint Entrance exam
বোর্ডের তথ্যে সন্তুষ্ট নয় আদালত

×
Comments :0