la liga

এবছরের মতো জয় দিয়েই লা লিগা শেষ করলো দুই মাদ্রিদ

খেলা

দুই মাদ্রিদের দল ২০২৪ সালে লা লিগা শেষ করলো জয় দিয়েই । বার্সিলোনাকে হারিয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে হারিয়ে আটলেটিকোর শীর্ষে চলে যাওয়ার পরেই লা লিগায় বড় জয় পেলো রিয়াল মাদ্রিদ। অনেকদিন পর নিজের চেনা ছন্দে খেললেন এম্বাপে । ৪ -২ গোলে জিতল রিয়াল মাদ্রিদ। গোল পেলেন এম্বাপে , রডরিগো, ভালভার্ডে ও ব্রাহিম ডিয়াজ। কিন্তু গোটা ম্যাচে আধিপত্য রেখেও আটলেটিকোর কাছে হেরে তৃতীয় স্থানে নেমে গেল বার্সিলোনা । এক ম্যাচ বেশি খেলে ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮ । ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪০ ।

Comments :0

Login to leave a comment