Liverpool

কোচ বদলালেও বদলায়নি ' দ্যা রেডস্ ' রা

খেলা

মরশুমের শুরুতে লিভারপুলের কিংবদন্তি কোচ য়ুগেন ক্লপের জায়গায় কোচ হয়ে আসেন আর্নে স্লট। এই লিভারপুল দলটির মজ্জায় যে শক্তি ও আত্মবিশ্বাসের বীজ বপন করে দিয়ে গিয়েছিলেন ক্লপ , তা থেকেই ফুল ফোটাচ্ছেন স্লট। বর্তমানে ইউসিএল ( উয়েফা চ্যাম্পিয়নস লিগ) ও প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে অবস্থান করছে মহম্মদ সালাহরা । টটেনহামের বিরুদ্ধে ৬-৩ গোলের ব্যবধানে জয় পেয়েছে সালাহরা । হল্যান্ডকে পিছনে ফেলে এই মুহূর্তে শীর্ষ গোলদাতা এই মিশরীয় উইঙ্গার। প্রিমিয়ার লিগে এর আগে সম্পূর্ণ অচেনা ছিলেন স্লট। এরিডেভিসে ( ডাচ লিগ ) ফেয়েনুর্ডকে ১৬ তম বার চ্যাম্পিয়ন করিয়েছিলেন স্লট। এছাড়াও ২০২১ -২২ ও ২০২২-২৩ মরশুমে জিতেছিলেন রাইনাস মিশেল ট্রফি। তবুও প্রথমদিকে তাকে ভরসা করতে পারছিলেননা লিভারপুল সমর্থকরা। শঙ্কায় ছিলেন যে ক্লপের জুতোয় পা টা ঠিকঠাক গলাতে পারবেন কিনা স্লট। তবে বর্তমানে পারফরমেন্স দিয়েই সকলকে স্তব্ধর্করে দিয়েছেন স্লট । প্রথম মরশুমে এসেই চ্যাম্পিয়ন করানোর প্রচেষ্টায় এই মুহূর্তে শীর্ষেই রয়েছে লিভারপুল। লিভারপুলকে তাদের ২০তম শিরোপা জেতাতে পারলে ইতিহাসের পাতায় ও সমর্থকদের মনে দুই জায়গায় বিরাজ করবেন এই স্লট ।

Comments :0

Login to leave a comment