UEFA Champions League

এবার সম্পূর্ণ নতুন ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ

খেলা

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের শিডিউল ( ম্যাচের সময়সূচি ) । এইবারের UCL ( চ্যাম্পিয়ন্স লিগ ) নিয়ে আগ্রহ রয়েছে তুঙ্গে। কারণ এইবার সম্পূর্ণ নতুন ফর্ম্যাটে হবে UCL । 
এতদিন অব্দি মোট ৩২ টি দলকে ৮ টি গ্রুপে ভাগ করা হতো। প্রত্যেকটি গ্রুপের চারটি দলের মধ্যে থেকে দুটো দল পরের রাউন্ডে কোয়ালিফাই করত । গ্রুপ স্টেজে হোম অ্যাওয়ে মিলিয়ে প্রত্যেকটি দল খেলত তিনটি করে ম্যাচ । এইবার থেকে মোট চারটি পটে মোট ৩৬ দলকে ভাগ করা হবে । প্রত্যেকটি পটে থাকবে মোট ৯ টি করে দল । এর মধ্যে থেকে মোট ৮ টি দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। অর্থাৎ মোট ৩২ টি দল যাবে পরের রাউন্ডে। তারপর সেখান থেকে রাউন্ড অফ সিক্সটিন হবে । লিগ স্টেজে পটের প্রত্যেকটি দল হোম ও অ্যাওয়ে মিলিয়ে খেলবে মোট আটটি করে ম্যাচ । পট ১ এ রয়েছে সবথেকে বড় দলগুলি । এই পটটিকে ' পট অফ ডেথ ' বলা যেতেই পারে ।

এই পটে রয়েছে - 
রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, বায়ার্ন মিউনিখ, বার্সিলোনা, প্যারিস সাঁ জাঁ, লিভারপুল, ইন্টার মিলান, ডর্টমুন্ড ও লিপজিগ। 
এই পটের খেলাই সবথেকে বেশি আকর্ষণীয় হতে চলেছে এইবারের UCL এ।

Comments :0

Login to leave a comment