শনিবার ডার্বির আগে শুক্রবার গুয়াহাটিতে নামবে নর্থইস্ট ইউনাইটেড। তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। লিগ টেবিলের বর্তমান অবস্থা যা রয়েছে তাতে শেষ ছয়ে পৌঁছানোর সুযোগ রয়েছে জুয়ান পেড্রোর দলের । এই মরশুমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে নর্থইস্ট। জিথিন , আলাদিনরা উজ্জীবিত ফুটবল উপহার দিচ্ছেন। তাই শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে জয় ছাড়া দ্বিতীয় ভাবনা নেই জুয়ানের মাথায়। অন্যদিকে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব এফসি। গ্রিক কোচ পানাজিওটিকসের দল এই মরশুমে ভালো শুরু করলেও খেলায় তাদের কোনো ধারাবাহিকতাই নেই। ঘরের মাঠে মোহনবাগানের কাছে হেরেছে পানাজিওটিকসের দল। শেষ ছয়ে পৌঁছতে গেলে সব ম্যাচে জয় পেতে হবে তাদের। সেই লক্ষ্যেই শুক্রবার নর্থইস্টকে হারাতে চায় পাঞ্জাব। এখনো পর্যন্ত আইএসএলে মোট তিনবারের মুখোমখি সাক্ষাতে একটি করে ম্যাচ জিতেছে দুই দলই ।
Comments :0