Hooghly

হুগলিতে ত্রাণ বিতরণ বিজ্ঞান কেন্দ্র ও রেড ভলান্টিয়ার্সের

জেলা

ত্রাণ সামগ্রী সংগ্রহে গ্রামবাসীরা। ছবি- অনন্ত সাঁতরা।

হুগলীর বন্যা কবলিত এলাকা খানাকুল ও তারকেশ্বরে বিজ্ঞান কেন্দ্র ও রেড ভলান্টিয়ার্সের পক্ষ থেকে বুধবার ত্রাণ সামগ্রী-পোষাক বিতরণ ও দুপুরে আহারের ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চন্ডীতলা বিজ্ঞান কেন্দ্রের অধীন বেগমপুর সাইন্স সোসাইটির উদ্যোগে খানাকুল ১ ব্লকের অন্তর্গত বালিপুর পঞ্চায়েতের রাধানগর গ্রামের ছত্রসাল এলাকায় বন্যা দুর্গত মানুষের সহায়তায় একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। এই ত্রাণ শিবিরে এক হাজার মানুষের দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এছাড়া  মহিলা ও শিশুদের মধ্যে আসন্ন শারোৎসব উপলক্ষ্যে নতুন পোশাক বিতরণ করা হয়। এই ত্রাণ শিবিরে ওয়েস্টবেঙ্গল রুরাল মেডিকেল প্র্যাকটিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেখানে বিনামূল্যে বহু মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিবির উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হুগলি জেলা কমিটির সদস্য বেগমপুর সাইন্স সোসাইটির সম্পাদক কুনাল লাহা, সভাপতি প্রসাদ লাহা, বিশিষ্ট সমাজ কর্মী ভক্তরাম পান, বিপ্লব মৈত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়াল রেড ভলান্টিয়ার্স ব্যাণ্ডেল। তারকেশ্বর ব্লকের কেশবচক পঞ্চায়েতের নছিপুরে ১৫০ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে চিঁড়ে, মুড়ি, পানীয় জল, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। এছাড়া আসন্ন শারদ উৎসবের কথা মাথায় রেখে বেশ কিছু জামা কাপড় তুলে দেওয়া হয় ওই এলাকার মানুষের হাতে। রেড ভলান্টিয়ার্স ব্যাণ্ডেলের পক্ষে সংগঠনের আহ্বায়ক শুদ্ধশীল দত্ত জানান, করোনাকালে মানুষের পাশে যেভাবে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছিলাম এবারেও মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি । রেড ভলান্টিয়ার্সের পক্ষে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ মণ্ডল, মলয় সরকার, প্রিয়জিৎ লাহিড়ী, অজিত কর্মকার, শুভেন্দু মুখার্জী, শৌভিক ঘোষ।

Comments :0

Login to leave a comment