বন্যা বিধস্ত ঘাটাল এলাকায় ত্রাণ এবং স্বাস্থ্য পরিষেবায় নিয়ে এগিয়ে এল পিপলস রিলিফ কমিটি এবং অভয়া মেডিক্যাল ক্যাম্প। বন্যা বিধ্বস্ত ঘাটালে এলাকার সাতশের বেশি পরিবারের হাতে খাদ্য সামগ্রিক তুলে দেওয়া হয়। ডাঃ ফুয়াদ হালিমের নেতৃত্বে আরজি কর মেডিকেলে কলেজের ১৪ জন জুনিয়র চিকিৎসক ঘাটালে এসে অসহায় মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেন। এলাকার সাধারণ মানুষও সহযোগিতা করতে সামিল হোন।
ঘাটাল ব্লকে পিপলস রিলিফ কমিটি(পিআরসি’র) উদ্যোগে দুইটি পৃথক স্থানে অভয়া ক্লিনিকে চিকিৎসা পরিষেবা পেতে মানুষের ভীড় ছিল নজর কাড়া। মহারাজপুর এবং বনহরিসিংহপুর এই দুইটি মৌজায় ১৪ জন চিকিৎসকদের দল দুই ভাগে ভাগ হয়ে প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভয়া ক্লিনিক চালু করেন। ‘জাস্টিস ফর আরজি কর’,‘তিলোকত্তমার বিচার চাই’ এই দাবিতে ব্যানার দিয়ে ক্যাম্প সাজিয়ে দেন চিকিৎসকরা।
দুইটি ক্যাম্পে চলে বিকাল ৪ টা পর্যন্ত। চিকিৎসা পরিষেবা সহ প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয় ক্যাম্প থেকে। বয়স্ক, শিশু, প্রসূতি সহ এক হাজার দুশোর বেশি মানুষ ক্যাম্পে চিকিৎসা পরিষেবা পান। ডাঃ ফুয়াদ হালিম বলেন, ‘‘আরো ত্রানের প্রয়োজন। ১৭দিন ধরে এলাকা প্লাবিত। আরো কম করে দেড় দুই মাস সময় লাগবে মাঠ থেকে জল সরতে। সাবধানতা অবলম্বন করতে হবে। ডেঙ্গু রোধে সচেতন হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। আগামী দিনে আবারো ত্রাণ সহ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নেবেন বলে জানান তিনি।
Ghatala
বন্যা বিধস্ত ঘাটালে পিআরসি, ‘অভয়া’ স্বাস্থ্য শিবিরও
×
Comments :0