indian super league

রাজধানীতে পাঞ্জাবের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছেননা মলিনা

খেলা

punjab fc hosts mohunbagan in their homeground at jawaharlal neheru stadium in new delhi

 

বৃহস্পতিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান। খেলা শুরু সন্ধ্যা ৭ :৩০ টায়। চোট সমস্যায় জর্জরিত মোহনবাগান দল । গ্রেগ , দিমি, আশিক বৃহ্স্পতিবার খেলতে পারবেননা, এই কথা আগেই প্রেস কনফারেন্সে পরিষ্কার করেছিলেন মোহন কোচ মলিনা। এবার হয়তো চোটের কবলে অনিরুদ্ধ থাপা ও মানভির। বুধবার  অনুশীলন করার পর তাকে খোঁড়াতে খোঁড়াতে বেরোতে দেখা যায়। পায়ে বাঁধা ছিল স্ট্র্যাপ। হালকা চোট পেয়েছেন থাপাও। মঙ্গলবারের প্রেস কনফারেন্সে মলিনা বলেছিলেন ' আমাদের হাতে এখন অপশন কম '। পাঞ্জাব ম্যাচের আগে সেই ব্যাপারটিই যেন মাথাচারা দিয়ে উঠেছে মলিনার। তবে সবুজ মেরুনের রিসার্ভ বেঞ্চের খেলোয়াড়রাও যথেষ্ট শক্তিশালী। অধিনায়ক শুভাশীষের নাকের হাড় ভেঙে গেলেও তিনি খেলবেন মুখোশ পড়ে। দলের প্রতি প্রত্যেকটা খেলোয়াড়ের এই দায়বদ্ধতাই মোহনবাগানকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। অপরদিকে পাঞ্জাব দলে রয়েছেন শঙ্করলাল চক্রবর্তী। যিনি মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার ও কোচ। কোচ হিসেবে কোলকাতা লিগ জিতিয়েছিলেন সবুজ মেরুনকে। তাই মোহনবাগান সম্পর্কে যাবতীয় তথ্য তিনি দিয়েছেন পাঞ্জাবের গ্রীক কোচ প্যানাজিওটিক্সকে। পাঞ্জাব দলে রয়েছেন আর্জেন্টাইন পুলগা ভিদাল। গতবারের পাঞ্জাবের সেরা খেলোয়াড় মাদি তালাল ইস্টবেঙ্গলে চলে যাওয়ার পর ভিদালের মতো খেলোয়াড়কে নিয়ে এসেছিল পাঞ্জাবের স্কাউটিং ম্যানেজমেন্ট। ফলে বিদেশী নির্বাচনে বেশ সদার্থক ভূমিকায় পালন করেছে ম্যানেজমেন্ট। ভিদাল , লুকা মাজেন ছাড়াও পাঞ্জাবে সুরেশ মিতেই , লিও অগাস্টোর মতো ভারতীয়রাও রয়েছেন। কলকাতায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এগিয়ে গিয়েও বড় ব্যবধানে হারতে হয়েছিল পাঞ্জাবকে। সেই কথা মাথায় রেখেছেন মলিনা। তাই বৃহস্পতিবারের ম্যাচে মাঠে ভারতীয় ও বিদেশী ফুটবলারদের লড়াই হওয়ার সাথে সাথে মাঠের বাইরের ডাগআউটে মস্তিষ্কের ঠান্ডা লড়াই হবে মলিনা ও  প্যানাজিওটিক্সকের মধ্যে। পাঞ্জাব ম্যাচ জিতলে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকবে মোহনবাগান। পাঞ্জাব জিতলে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ সস্থানে উঠে আসবে পাঞ্জাব এফসি।   

Comments :0

Login to leave a comment