SFI Tamil Nadu march

দক্ষিণ ভারতে দেশ বাঁচাবার ডাক ছাত্রদের

জাতীয়

দিল্লির পর চেন্নাইয়ে। প্রথম বার দেশের দক্ষিণ প্রান্তে। এসএফআই সহ মোট ১৬ টি ছাত্র সংগঠন আবার এক মঞ্চে লড়াইয়ের বার্তা নিয়ে। United Students of India এর পতাকাতলে। দেশব্যাপী ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হল। ভারতের জাতীয় পতাকা ঊর্ধ্বে তুলে আজকের যাত্রা শুরু করলেন তামিলনাড়ু সরকারের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনসহ দেশের প্রধান ছাত্র সংগঠনের নেতৃত্বরা। এদিনে মিছিলে আওয়াজ ওঠে -
"শিক্ষা বাঁচাও। জাতীয় শিক্ষা নীতি বাতিল করো। দেশ বাঁচাও। বিজেপি তাড়াও।"
এরপর চেন্নাই শহরে এক বিশাল মিছিল বের করে এসএফআই, ডিএমকে, এআইএসএফসহ ১৬টি ছাত্র সংগঠনের কর্মীরা। মিছিলে ছিলেন তামিলনাড়ু সরকারের স্কুল শিক্ষা মন্ত্রী এবং এড়িলারাসন সহ বহু বিধায়ক, এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, সভাপতি ভিপি শানু, সহ-সম্পাদক দীপ্সিতা ধর, দিনিত দেনতা, সংগীতারা। এআইএসএফ সাধারণ সম্পাদক দীনেশ, পিএসইউ সাধারণ সম্পাদক নওফল মহম্মদ সফিউল্লাহ সহ এনএসইউ, ছাত্র রাজদ, সিওয়াইএসএস, আইসা, আরএলডি নেতৃত্ব ও জেএনএসইউ সভাপতি ঐশী ঘোষ এবং অন্যান্যরা।  সভা শেষ হয় প্রতিবাদ সভার মাধ্যমে। শপথ বাক্য পাঠ করা হয়।

Comments :0

Login to leave a comment