Chakdaha

চাকদহে জলে ডুবে মৃত্যু তিন শিশুর

রাজ্য জেলা

মঙ্গলবার চাকদহ থানার একতারপুর গ্রামে পুকুরে স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে মৃত্যু হল তিন শিশুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তিন শিশুর নাম রিক বিশ্বাস(৭), নিশি বিশ্বাস(১০) ও দীপ্ত বিশ্বাস(৭)। এদের মধ্যে রিক ও নিশির বাড়ি একতারপুর গ্রামে। দীপ্ত নৈহাটি থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছিল, মা ও দিদির সাথে পুজো দেখবে বলে।  
গ্রামবাসীরা জানান, বেশ কিছুদিন আগে এই মাঠের পাশেই মাটি কেটে বিক্রি করছিল একদল মাটি মাফিয়া। চাকদহ পুলিশ প্রশাসন মাটিকাটা বন্ধ করে দেয়। সেখানেই জল জমে, আর সেই জলে স্নান করতে এসে ডুবে মারা গেল তিন শিশু। ছাগল চড়াতে এসেছিল বছর আটের তানিয়া। প্রতিদিন আসে ছাগল চড়াতে। সেই প্রথম দেখে ডুবে যেতে, চিৎকার করে ডাকতে থাকে। বাচ্চা মেয়েটির চিৎকারের রাস্তার পথচলতি মানুষ এবং এলাকার মানুষ ছুটে আসেন। শিশুদের উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তিনটি শিশুকেই মৃত বলে ঘোষণা করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই মাটি কেটে গর্ত করার কারণেই তিন শিশুর অকাল মৃত্যু  হলো। চাকদহ থানার পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় পুরো একতারপুর গ্রামের বাসিন্দারা শোকে বিহ্বল গেছেন।

Comments :0

Login to leave a comment