বৃহস্পতিবার নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে শুরু হচ্ছে বিশ্ব দাবার রাপিড ও ব্লিৎজ প্রতিযোগিতা। ভারতের গুকেশ কিছুদিন আগেই বিশ্ব দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয়দের আগ্রহ রয়েছে এই প্রতিযোগিতা নিয়ে। ভারতের অর্জুন ও মার্কিন যুক্তরাষ্টের কারুয়ানা মধ্যে সরাসরি লড়াই হবে ২০২৬ সালের ফিডে রেটিংয়ের জন্য। যে কোনো একটি বিভাগে জিতলেই এগিয়ে যাবেন অর্জুন । ২০২৩ সালে সমরখন্দে এই দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছিলেন ম্যাগনাস কার্লসেন।
Comments :0