world rapid and blitz championship

বৃহস্পতিবার শুরু বিশ্ব দাবা প্রতিযোগিতা

খেলা

world rapid and blitz championship starts on thursday at wall street in new york ছবি প্রতীকি

 

বৃহস্পতিবার নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে শুরু হচ্ছে বিশ্ব দাবার রাপিড ও ব্লিৎজ প্রতিযোগিতা। ভারতের গুকেশ কিছুদিন আগেই বিশ্ব দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয়দের আগ্রহ রয়েছে এই প্রতিযোগিতা নিয়ে। ভারতের অর্জুন ও মার্কিন যুক্তরাষ্টের কারুয়ানা মধ্যে সরাসরি লড়াই হবে ২০২৬ সালের ফিডে রেটিংয়ের জন্য। যে কোনো একটি বিভাগে জিতলেই এগিয়ে যাবেন অর্জুন । ২০২৩ সালে সমরখন্দে এই দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছিলেন ম্যাগনাস কার্লসেন।

Comments :0

Login to leave a comment