তপন বিশ্বাস, ইসলামপুর
সিভিক পুলিশের মারে প্রাণ গেল এক যুবকের। এমনই অভিযোগ মৃত যুবকের পরিবারের। মৃতের নাম কামরুজ্জামান (২০)। বাড়ি গোয়ালপোুখর থানার দুধগর গ্রামে।
বুধবার সন্ধ্যার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক মিষ্টি কিনে বাইকে করে কোনও এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। ইসলামপুর চৌরঙ্গী মোড়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা তাঁর গাড়ির কাগজপত্র দেখতে চান । কামরুজ্জামান গাড়ির কাগজপত্র দেখাতে পারেননি। তিনি সিভিক ভলান্টিয়ারদের জানাযন যে কাগজপত্র বাড়িতে রয়েছে। কিন্তু সিভিক ভলান্টিয়াররা তাঁর মোটরবাইকের চাবি কেড়ে নিয়ে মারধর করে বলে অভিযোগ। যুবক মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই খবর চাউর হতেই মৃতের পরিবারের সদস্যরা ইসলামপুর মহকুমা হাসপাতালে হাজির হ়ন। মৃতের পরিবারের ঘনিষ্ঠ ইসলামপুর বার সদস্য মেহরাজ আলম জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তির সাজার দাবি জানাচ্ছি। সিভিক ভলান্টিয়ারদের এভাবে বাইকের চাবি কেড়ে নেওয়া কিংবা মারধর করার কোনও এক্তিয়ার নেই।
ইসলামপুর পুলিশ জেলার সুপার জে বি থমাস বলেন, ‘‘ওই যুবক হরিয়ানার রেজিস্ট্রেশন করা বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীরা গাড়ি চেক করেন। তারপর ‘কোনও অজ্ঞাত কারণে’ অচেতন হয়ে পড়েন। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় আমাদের পুলিশ কর্মীরা। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।’’ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘‘চৌরঙ্গী মোড়ে সব সময় এক দেডশো লোক থাকে। সিভিক ভলান্টিয়াররা মারধর করলে সবার নজরে আসত। এ ধরনের রটনা ঠিক নয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’
Comments :0