রবিবার উত্তর দিনাজপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হল দ্বাদশ বর্ষের ‘বিজ্ঞান অভীক্ষা’। বিজ্ঞান অভীক্ষার মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টি করা এবং একটি বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে ভূমিকা রাখা।
এবছর বিজ্ঞান অভীক্ষায় জেলার ৩৩৫টি বিদ্যালয়ের প্রায় ১২,০০০ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। বিজ্ঞান মঞ্চ জানিয়েছে বিশাল সংখ্যার বিশাল সংখ্যার ছাত্র-ছাত্রী আগ্রহভরে অংশ নিয়েছে । আর তাতেই এই কর্মসূচির জনপ্রিয়তা ও প্রভাব স্পষ্ট করে তোলে।
জেলার ৯ টি ব্লকের মোট ৩৮টি কেন্দ্রে একযোগে এই বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। পরিশীলিত ও শান্তিপূর্ণভাবে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়। এর পিছনে কাজ করেছেন জেলার ছয়টি বিজ্ঞান কেন্দ্রের প্রায় ৩০০ বিজ্ঞানকর্মী, শিক্ষক এবং স্বেচ্ছাসেবক। তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং স্বেচ্ছাশ্রমে এই বিশাল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই প্রচেষ্টার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটি সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে।
বিজ্ঞান অভীক্ষার আহ্বায়ক ডঃ কৌশিক দত্ত জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অভীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। জেলা স্তর, বিজ্ঞান কেন্দ্র স্তর এবং বিদ্যালয় স্তরে যেসব ছাত্রছাত্রী কৃতিত্বের পরিচয় দেবে, তাদের পুরস্কৃত করা হবে।
জেলা সম্পাদক ডা. পার্থ প্রতিম ভদ্র জানান, “ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী করে তোলা এবং বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য আমরা প্রতিবছর এই বিজ্ঞান অভীক্ষার আয়োজন করে থাকি। আমাদের লক্ষ্য একটি যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন।”:
Vigyan Avikhsha
১২ হাজার ছাত্রছাত্রীর অংশ নিল উত্তর দিনাজপুরের বিজ্ঞান অভীক্ষায়

×
Comments :0