‘ইন্ডিয়া’ মঞ্চই হটিয়ে দেবে নরেন্দ্র মোদীকে বলে জোর গলায় জানিয়ে দিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সোমবার দিল্লি যাওয়ার পথে পাটনা বিমানবন্দরে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই একথা জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনারা শুধু দেখাতে চান যে মোদীই ফের ক্ষমতায় আসছে। এটা যদি হয়, তবে তা হবে। এনিয়ে দয়া করে লাফালাফি করবেন না। আমরা সবাই আছি ইন্ডিয়া মঞ্চে। আমরাই ওঁকে ক্ষমতাচ্যুত করব।’’
মঙ্গলবার দিল্লিতে বসছে ইন্ডিয়া’র বৈঠক। ওই বৈঠকে যোগ দিতেই তিনি এদিন তাঁর ছেলে বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে বিমান ধরতে হাজির হন পাটনা বিমানবন্দরে। সেখানেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। তিনি জানান, ‘‘বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছি। ওখানে ইন্ডিয়া মঞ্চের দলগুলি ২০২৪ সালের লোকসভা ভোটের কৌশল রূপায়ণে আলোচনা করবে।’’
Comments :0