Crime

মুম্বইয়ে গৃহকর্ত্রীকে খুন করে ধৃত পরিচারক

জাতীয়

দক্ষিণ মুম্বইয়ের বাড়িতে চুরির সময় নিজের ৬৭ বছরের নিয়োগকর্তাকে খুনের অভিযোগে ১৯ বছরের এক গৃহকর্মীকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করে এবং অপরাধের পরই তাকে গ্রেপ্তার করে কারণ সে পালানোর চেষ্টা করছিল।
অভিযুক্ত কানহাইয়া কুমার পণ্ডিত ১১ মার্চ কাজে নিযুক্ত হন এবং পরের দিন, ১২ মার্চ খুন হন গৃহকর্ত্রী। চুরি করা জিনিসপত্রসহ তাকে ট্রেন থেকে গ্রেপ্তার করা হয়।
নেপিয়ানসি রোডের তাহনি হাইটসে নিজের বাড়ির বিছানায় জ্যোতি শাহ নামে ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তাঁর স্বামী মুকেশ তাঁকে খুঁজতে বাড়ি ফিরে আসেন। তাঁর ফোনে সাড়া না পেয়ে তাঁকে খুঁজতে থাকেন।
তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত ঘোষণা করা হয়।

বিহারের দ্বারভাঙার বাসিন্দা কানহাইয়া ঘটনার সময় ওই মহিলার সঙ্গে ছিলেন এবং পরে তিনি নিখোঁজ ছিলেন। তিন লক্ষ টাকার দুটি হিরে ও সোনার চুড়ি চুরি গিয়েছে বলেও জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment