Road Accident in Islampur

ইসলামপুরে দুর্ঘটনায় নিহত ২, শিশু সহ জখম ৪

জেলা

ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে একটি পরিবার। রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি যাবার পথে ইসলামপুর থানার তেলিভিটা বাইপাসে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক শিশুসহ আরো চারজন। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।  ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

সূত্রের খবর, জলপাইগুড়ির বাসিন্দা সুব্রত সরকার তাঁর স্ত্রী ও শ্বশুর বাড়ির লোক জন ছয়জনের পরিবারকে নিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলেন। বুধবার পরিবারটি রায়গঞ্জে ট্রেন থেকে নামেন। সুব্রতবাবুর শ্যালক  নিজ গাড়ি চালিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হন। ইসলামপুর থানার এলাকায় জাতীয় সড়কের বাইপাসে তেলিভিটার কাছে একটি গার্ড ওয়ালে ধাক্কা মারলে গুরুতর ভাবে ছয়জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় বাসিন্দারা, পুলিশ, দমকল বাহিনী উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠালে সুব্রতবাবুর শ্বশুর মানিক লাল সরকার(৭২) এবং শাশুড়ি রত্না সরকার(৫৯)কে  চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এক শিশু সহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক। এদিকে দুর্ঘটনার পরে যানজট দেখা যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। এদিকে বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে মরদেহের ময়না তদন্ত করা হয়।

Comments :0

Login to leave a comment