Dengue Death

রাজ্যে ফের ডেঙ্গুতে মৃত্যু, তীব্র ক্ষোভ

রাজ্য

Dengue Death

শারদ উৎসবের বাকি মাত্র কয়েকটা দিন। উৎসবের আনন্দ বদলে যাচ্ছে বিষাদের সুরে। রাজ্য ভয়াবহ আকার নিয়েছে মশা বাহিত রোগ ডেঙ্গু। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 
ডেঙ্গু আক্রান্ত আরও দু’জনের মৃত্যুর খবর মিলেছে মঙ্গলবার। ডেঙ্গুতে প্রাণ হারালেন দক্ষিণ দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের  ইটালগাছা এলাকার বাসিন্দা সিদ্ধার্থ বালা। ২৫ বছরের এই যুবক কয়েক ধরেই জ্বরে ভুগছিলেন। গত ৫ অক্টোবর পরীক্ষায় জানা যায় তিনি ডেঙ্গু আক্রান্ত। বাড়িতেই চিকিৎসা চলছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সোমবার বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিট  নাগাদ তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর উল্লেখ করা হয়েছে। 
কলকাতা পৌরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপর্ণা দাসের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। বয়স ৪৩।  বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। রক্ত পরীক্ষায় জানা যায় তিনি ডেঙ্গু আক্রান্ত। তাঁকে রবিবার যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এদিন সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয়। তিনি ডেঙ্গু আক্রান্ত ধরা পড়লেও তাঁর মৃত্যুর শংসাপত্রে সাডেন কার্ডিয়াক অ্যাটাক ও ব্লাড সুগারের উল্লেখ রয়েছে। যদিও পরিবারের বক্তব্য ডেঙ্গু পজিটিভ ছিলেন অপর্ণা দাস।

ডেঙ্গু মশার বৃদ্ধি নিয়ে ওই এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ওই এলাকায় বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এলাকার বেশ কয়েটি কয়েকটি পুকুর ভরে গেছে নোংরা আবর্জনায়। ফাঁকা এলাকাগুলিতেও নোংরা আবর্জনায় ভর্তি। তাঁদের বক্তব্য, জায়গায়-জায়গায় যত্রতত্র পড়ে থাকে ময়লা আবর্জনা। বেহাল রস্তায় জমে জল। নিকাশি ব্যবস্থাও খারাপ। সেই কারণেই বাড়ছে মশার উৎপাত। কর্পোরেশনের তরফে এলাকা পরিষ্কারের কোনও উদ্যোগ নেই। 
ডেঙ্গু প্রাণ কাড়ছে প্রতিদিনই। সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। প্রশাসনের তরফে  সংক্রমণকে মোকাবিলায় কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছে চিকিৎসক মহল। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে সেই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। 
বেসরকারি সূত্র অনুসারে চলতি বছরে রাজ্যে এখনও পর্যন্ত রআজ্যএ ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭০ ছুঁইছুঁই। বেসরকারি মতে, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। তথ্য বলছে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন হাজারেরও বেশি মানুষ। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনায়  ১১ হাজারের ওপরে আক্রান্তের সংখ্যা। উৎসবের মুখে সারা রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতার মতো জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি।

Comments :0

Login to leave a comment