জেলাশাসকের দপ্তর অভিযানে লাঠি চালালো পুলিশ। মেদিনীপুরে রক্তাক্ত হয়েছেন ছাত্র, যুব এবং মহিলা নেতৃবৃন্দ।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুতেই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে বুধবার হয় বিশাল মিছিল। এসএফআই, ডিয়াইএফআই এবং সাতা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেতৃবৃন্দ অংশ নেন বিক্ষোভে।
দাবি ওঠে, বিষাক্ত স্যালাইন কাণ্ডে সব মৃত্যুর দায় স্বীকার করতে হবে স্বাস্থ্যমন্ত্রীকেই। পদত্যাগ করতে হবে তাঁকে। জাল স্যালাইন কারবারিদের ধরা হচ্ছে না কেন? এখনই গ্রেপ্তার করতে হবে ব্যবসায়ীদের।
পুলিশের বিশাল বাহিনী পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তর অভিমুখে বাধা দেয়। কনীনিকা ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন দে সহ ছাত্র যুব মহিলা নেতৃবৃন্দের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ। চলতে থাকে লাঠি।
Medinipur Police Lathicharge
মেদিনীপুরে পুলিশের লাঠি, রক্তাক্ত মিছিল
×
Comments :0